নিজস্ব প্রতিনিধি: হাওড়ার জগৎবল্লভপুরের ফিঙেগাছি এলাকায় একটি গ্যাস ফ্যাক্টরির পিছনের খোলা মাঠ থেকে উদ্ধার হল নরকঙ্কাল৷ ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায় এলাকায়৷ কঙ্কালটি কার? কীভাবে ওই মাঠে এল সেটি? তা এখনও অস্পষ্ট৷ স্থানীয়দের একাংশের দাবি, এলাকার এক বাসিন্দা বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন৷ কঙ্কালটি সম্ভবত তাঁর৷ পুলিশ ইতিমধ্যেই কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, জগৎবল্লভপুরের মাজু এলাকার বাসিন্দা বছর ৬৫-এর ব্রজনন্দ গোস্বামী৷ তিনি মানসিক ভারসাম্যহীন৷ গত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন৷ পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হলেও হদিশ মেলেনি বৃদ্ধের৷ জগৎবল্লভপুর থানায় পরিবারের তরফ থেকে একটি মিসিং ডায়েরিও করা হয়৷ এসবের মাঝেই এলাকার একটি গ্যাস ফ্যাক্টরির পিছনের খোলা মাঠে এক ব্যক্তি যান৷ তিনি কিছু একটা পডে় থাকতে লক্ষ্য করেন৷ কাছে যেতেই তিনি কঙ্কালটিকে দেখতে পান৷ তাতে জড়ানো ছিল গামছা এবং ধুতি৷ তা দেখেই ওই ব্যক্তির পরিবার কঙ্কালটি চিহ্নিত করে৷ পুলিশ ওই কঙ্কালটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷