নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুরের রাঙামাটি গেট বাজারে বুধবার মাঝরাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড৷ ঘটনায় ৭টি দোকান পুডে় ছাই হয়ে গিয়েছে বলে খবর৷ বৃহস্পতিবার ভোরের দিকে একটি মিষ্টির দোকান দাউদাউ করে জ্বলছিল৷ সেই সময়ে ওই এলাকার এক শিশু তার দাদুর সঙ্গে আগুন দেখতে আসে৷ দোকান থেকে একটু দূরেই দাঁডি়য়ে ছিল সে৷ সেই সময় হঠাৎ ওই দোকানে থাকা সিলিন্ডার ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটে৷ সিলিন্ডারের কিছু অংশ ছিটকে গিয়ে শিশুটির পেটে লাগে৷ গুরুতর জখম হয় শিশুটি৷ এরপর তাকে উদ্ধার করে তডি়ঘডি় মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন৷ তবে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান৷ মৃত শিশুর পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি৷ সৌমেন বলেন, ‘দুঃখজনক ঘটনা, কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷’ অন্যদিকে পশ্চিম মেদিনাপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷’ দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই লেগেছে আগুন৷ তবে আগুনের সঠিক কারণ খুঁজে দেখা হচ্ছে৷