• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস, মৃত ৩, আহত বহু

উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত, দুর্ঘটনা গোন্ডা, ১৮ জুলাই: জুন মাসের পর ফের জুলাইতে রেল দুর্ঘটনা৷ আজ থেকে ঠিক এক মাস আগে গত ১৭ জুন ফাঁসিদেওয়ায় ডাউন কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পডে়ছিল৷ সেই ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা৷ এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা৷ বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস৷ চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার

উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত, দুর্ঘটনা

গোন্ডা, ১৮ জুলাই: জুন মাসের পর ফের জুলাইতে রেল দুর্ঘটনা৷ আজ থেকে ঠিক এক মাস আগে গত ১৭ জুন ফাঁসিদেওয়ায় ডাউন কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পডে়ছিল৷ সেই ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা৷ এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা৷ বৃহস্পতিবার দুপুরে লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস৷ চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷ ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর৷ ঘটনাটিতে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছেডে়ছিল ট্রেনটি৷ বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে৷ বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনের কাছে পৌঁছলে হঠাৎ বিকট শব্দ শুনতে পান যাত্রীরা৷ এরপরই ট্রেনটি কাঁপতে শুরু করে এবং লাইনচ্যুত হয়ে যায়৷ যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছডি়য়ে পডে়৷ লাইনচ্যুত ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসতে থাকেন৷ ট্রেনের কয়েকটি বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ৷
তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ৷ আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনটির চারটি এসি কোচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ দুটি বগি সম্পূর্ণ উল্টে গিয়েছে৷ দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে৷ রেলের মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে৷

ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ অসম সরকারের তরফে জানানো হয়েছে, গোন্ডার দুর্ঘটনার উপরে নজর রাখছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি অবিরাম যোগাযোগ রাখছেন বলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন৷ অন্যদিকে, জেলার আধিকারিকদের দ্রুত উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার৷ এই রেল দুর্ঘটনার পর আহত যাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে কংগ্রেসও৷

উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ সেগুলি হল-
ডিব্রুগড়- ৯৯৫৭৫৫৫৯৬০, ফারকেটিং- ৯৯৫৭৫৫৫৯৬৬, সিমালগুডি়- ৮৭৮৯৫৪৩৭৯৮, তিনসুকিয়া- ৯৯৫৭৫৫৫৯৫, কমার্শিয়াল কন্ট্রোল- ৯৯৫৭৫৫৫৯৮৪৷

উল্লেখ্য, ১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পডে় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাডি়র চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়৷ আহত হন প্রায় ৫০ জন৷ সেই বিভীষিকা ভোলার আগেই দুর্ঘটনাগ্রস্ত হল ডিব্রুগড় এক্সপ্রেস৷
উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ বলেন, ‘গোন্ডার কাছে মোতিগঞ্জ এবং জিলাহির মাঝখানে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পডে়৷ কিভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত সাপেক্ষ৷ আপাতত উদ্ধারকাজ চলছে৷ তিন-চার জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি৷ হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছুক্ষণ পর বলা সম্ভব হবে৷ উদ্ধারকাজ শেষ হয়নি৷ উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷’

এদিনের দুর্ঘটনার পর বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হয়েছে
১২৫৫৭ সপ্তক্রান্তি এক্সপ্রেস, ১২৫৫৩ সহরসা-নয়া দিল্লি বৈশালী এক্সপ্রেস, ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, ১৫২৭৩ রক্সৌল-আনন্দ বিহার সত্যাগ্রহ এক্সপ্রেস, ১২৫৬৫ দ্বারভাঙা-নয়া দিল্লি বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ১২৫৫৫ গোরক্ষপুর-ভাতিন্ডা গোরখধাম এক্সপ্রেস, ১৫৭০৭ কাটিহার-অমৃতসর আম্রপালী এক্সপ্রেস, ১৪৬৭৩ জয়নগর-অমৃতসর শহিদ এক্সপ্রেস, ৫০৯৪ গোন্ডা-গোরক্ষপুর প্যাসেঞ্জার ও ৫০৩১ গোন্ডা-গোরক্ষপুর প্যাসেঞ্জারের যাত্রাপথ বদল হয়েছে৷