• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাজারদর নিয়ন্ত্রণে ডিএম-এসপিদের নামতে হবে পথে, নির্দেশ মুখ্যসচিবের

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার বাজারদর নিয়ন্ত্রণে নবান্ন থেকে কড়া অবস্থান নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে সবজির দাম নিয়ন্ত্রণ করতে বেঁধে দিয়েছিলেন দস দিনের সময়ও৷ তার পর থেকে সবজির দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় পথে নেমেছে টাস্ক ফোর্স থেকে শুরু করে পুলিশকর্তারা৷ আর এবার নবান্নে সমস্ত জেলার এসপি, ডিএম, টাস্ক ফোর্সদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার বাজারদর নিয়ন্ত্রণে নবান্ন থেকে কড়া অবস্থান নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে সবজির দাম নিয়ন্ত্রণ করতে বেঁধে দিয়েছিলেন দস দিনের সময়ও৷ তার পর থেকে সবজির দাম নিয়ন্ত্রণে জেলায় জেলায় পথে নেমেছে টাস্ক ফোর্স থেকে শুরু করে পুলিশকর্তারা৷ আর এবার নবান্নে সমস্ত জেলার এসপি, ডিএম, টাস্ক ফোর্সদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা৷ মঙ্গলবার প্রায় একঘন্টা বৈঠক করেন তিনি৷ মুখ্যসচিবের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের সচিবরাও৷

বিগত এক সপ্তাহে সবজির দাম কত কমেছে, সবজির জোগন ঠিক মতো রয়েছে কিনা সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁদের কাছে জানতে চান মুখ্যসচিব৷ একই সঙ্গে কেউ বেআইনি ভাবে আলু, পেঁয়াজ মজুত করে রাখছেন কিনা তাও খোঁজ নেন মুখ্যসচিব৷ অন্যদিকে সুফল বাংলার স্টল সংখ্যা বৃদ্ধির দিকেও নজর দিতে বলেন তিনি৷ প্রয়োজনে প্রতি পাড়ায় সুফল বাংলার স্টল দেওয়ার কথাও বলেন মুখ্যসচিব৷ তা ছাড়া রাজ্যের টাস্ক ফোর্সকে বাজারে আচমকা অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে ওই বৈঠকে৷ অন্যদিকে রাস্তার নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয় সমস্ত জেলার ডিএম-এসপিদের৷

প্রসঙ্গত, সম্প্রতি গত মঙ্গলবারই রাজ্যের বাজারদর বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ দশ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে নিয়ে আসার সময়সীমা বেঁধে দেন তিনি৷ অন্যদিকে রাজ্যের সমস্ত কোল্ড স্টোরেজ থেকে অতিরিক্ত পেঁয়াজ, আলু বের করে দাম নিয়ন্ত্রণ করার কথাও বলেন তিনি৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাজারে অভিযান চালাতে শুরু করে প্রতিটি পৌরসভা৷ খতিয়ে দেখা হয় সবজির দাম৷ একই সঙ্গে কোথাও কোনও কালোবাজারি চলছে কিনা তাও খতিয়ে দেখা হয় পৌরসভার তরফ থেকে৷ অন্যদিকে সীমান্ত এলাকায় সবজি পাচার রুখতে চালানো হয় নাকা তল্লাশিও৷