• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

দ্বাদশ পাশদের ৬ হাজার ও স্নাতকদের জন্য ১০ হাজারের ভাতা মহারাষ্ট্রে

বেকারত্বে কোণঠাসা শিন্ডে সরকারের ঘোষণা ‘লাডলা ভাই যোজনা’র মুম্বই, ১৭ জুলাই– ভোটারদের লুব্ধ করতে অর্থই প্রধান ভরসা হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলির কাছে৷ যদিও এটা কোনও নতুন পন্থা নয়৷ ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের আর্থিক ভাতার ঘোষণা করে৷ গত লোকসভা ভোটের আগেও তার খামতি ছিল না৷ যদিও একে ‘রেউরি’ বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নির্বাচন

Eknath Shinde, Devendra Fadnavis.

বেকারত্বে কোণঠাসা শিন্ডে সরকারের ঘোষণা ‘লাডলা ভাই যোজনা’র
মুম্বই, ১৭ জুলাই– ভোটারদের লুব্ধ করতে অর্থই প্রধান ভরসা হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলির কাছে৷ যদিও এটা কোনও নতুন পন্থা নয়৷ ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের আর্থিক ভাতার ঘোষণা করে৷ গত লোকসভা ভোটের আগেও তার খামতি ছিল না৷ যদিও একে ‘রেউরি’ বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মোদি বলেছিলেন, এ হল ভোটারদের লুব্ধ করে ভোট কেনার চেষ্টা৷ কিন্তু এবার সেই ‘লুব্ধ’ পদ্ধতিতেই ভরসা করল বিজেপির জোট সরকার৷ বুধবার মহারাষ্ট্রে একনাথ শিন্ডে সরকার ছাত্রছাত্রীদের ভাতার ঘোষণা করে জানিয়ে দিল বিজেপির শরিকরাও সেই একই পথে হাঁটতে শুরু করেছে৷

শিণ্ডে সরকারের তরফে জানান হল, মহিলাদের পাশাপাশি পুরুষদেরও প্রতি মাসে অর্থ সহায়তা করবে সরকার৷ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ঘোষণা করলেন, মহারাষ্ট্রে এবার পুরুষদের জন্যও আর্থিক সহায়তা করবে তার সরকার৷ যে প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ‘লাডলা ভাই যোজনা’৷ যে প্রকল্পে স্নাতক পড়ুয়াদের প্রতি মাসে দেওয়া হবে ১০ হাজার টাকা করে৷

অবশ্য মহারাষ্ট্রে ‘লাডলি বেহেনা’ প্রকল্প নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ মহিলাদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেছিলেন, শুধু মহিলা কেন মহারাষ্ট্রের বেকার যুবকদের জন্যও এই প্রকল্পের সুবিধা দেওয়া হোক৷ কারণ বর্তমান সময়ে কর্মক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মধ্যে কোনও ফারাক নেই৷ ফলে মহিলারা পেলে পুরুষদেরও পাওয়া উচিত৷ পাশাপাশি তৃতীয় লিঙ্গকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তিনি৷ এর পরই পুরুষদের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা করল শিণ্ডে সরকার৷ যদিও এখানে তৃতীয় লিঙ্গদের নিয়ে কোনও ঘোষণা করা হয়নি৷

মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনা ও এনসিপি-র জোট সরকার চলছে৷ এদিন একনাথ শিন্ডে সরকার ঘোষণা করেছে, বারো ক্লাসের পরীক্ষায় পাশ করলেই সরকার ৬ হাজার টাকা করে ভাতা দেবে ছাত্রছাত্রীদের৷ ডিপ্লোমার ছাত্রছাত্রীদের ৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে৷ আর স্নাতক পাশ করা ছেলেমেয়েরা মাসে ১০ হাজার টাকা করে ৬ মাস পাবে৷ অর্থাৎ ৬০ হাজার টাকা দেওয়া হবে৷ মহারাষ্ট্র সরকার জানিয়েছে, এতে ১০ লক্ষ তরুণ তরুণী উপকৃত হবে৷ সরকারের এজন্য খরচ হবে বছরে ১০ হাজার কোটি টাকা৷ তবে পর্যবেক্ষকদের মতে, মহারাষ্ট্রে বিজেপি একনাথের জোট সরকারের এই ঘোষণাতেই পরিষ্কার যে রাজনৈতিক ভাবে তারা কতটা বিপন্ন বোধ করছে৷ তাই আপাতত রেউরি শিকেয় তুলে খয়রাতিতে ঝাঁপ দিয়েছে সরকার৷

উনিশের লোকসভা ভোটে মহারাষ্ট্রে জোট গড়েছিল বিজেপি-শিবসেনা৷ কিন্ত্ত গত পাঁচ বছরে প্রথমে শিবসেনার সঙ্গে সম্পর্ক ছেদ, পরে শিবসেনা ও এনসিপিতে ভাঙন ধরিয়ে বিজেপি ভেসে থাকার চেষ্টা করেছে৷ অথচ লোকসভা ভোটে দেখা গেছে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আসনে জিতেছে কংগ্রেস৷ সাবেক জাতীয় দল ১৩টি আসনে জিতেছে৷ শিবসেনা উদ্ধব শিবির জিতেছে ৯টি আসনে৷ আর শরদ পাওয়ারের এনসিপি জিতেছে ৮টি আসনে৷ মহারাষ্ট্রে লোকসভার ৪৮টি আসন রয়েছে৷ তার মধ্যে ৩০টি জিতে নিয়েছে কংগ্রেস, উদ্ধব, শরদ পাওয়ারের জোট৷ আর কয়েক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন তার আগে শিণ্ডের এই ঘোষণায় রাজনৈতিক মহলের দাবি, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে এনডিএ জোটের ধাক্কা যাতে বিধানসভায় এসে না পড়ে তার জেরেই এই উদ্যোগ৷ কারণ মারাঠাভূমে বেকারত্ব ইসু্যতে যথেষ্ট কোণঠাসা শিণ্ডে সরকার৷ এই ইসু্যতে বিরোধীদের মুখ বন্ধ করার পাশাপাশি ভোট রাজনীতিতে কয়েক কদম এগিয়ে থাকতেই এবার সেখানে পুরুষদের জন্যও ঘোষণা করা হল ‘লাডলা ভাই যোজনা’৷

তবে দেশের নানা রাজ্যের কাছে এই ‘ভাতা’ পরিকল্পনার শ্রেয় পাওয়ার অধিকারি একমাত্র পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই৷ মমতার নানান ভাতা নিয়ে জনসমক্ষে দুষলেও তাঁর লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী সব পরিকল্পনাই পরবর্তী কালে বিজেপি শাসিত নানা রাজ্যও গ্রহণ করেছে নাম পাল্টে৷ মহারাষ্ট্র সরকার আজ যে ছাত্র-ছাত্রীদের ভাতার ঘোষণা করছে পশ্চিমবঙ্গ সেই পরিকল্পনা গ্রহণ করেছে অনেক আগেই৷ এখানে ক্লাস টেন পাশ করলেই ছেলেমেয়েরা ১০ হাজার টাকা করে ভাতা পায়৷ সেই সঙ্গে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যবস্খা রয়েছে৷ যাতে মাত্র ৪ শতাংশ হারে শিক্ষা ঋণ দেওয়া হয়৷