• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মোহনবাগানে আসছেন অভিজ্ঞ বিদেশি ফুটবলার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন থেকেই মোহনবাগান সুপারজায়ান্টসের সিনিয়র খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়ে যাচ্ছে৷ অবশ্য কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের তরুণ ব্রিগেড মাঠে নেমে পড়েছে৷ ডার্বি ম্যাচে হার স্বীকার করতে হয়েছে৷ এখনও পর্যন্ত তারা জয়ের মুখ দেখতে পায়নি৷ সেইভাবে কলকাতা ফুটবল লিগকে গুরুত্ব না দিলেও আইএসএল ফুটবলে ভালো জায়গায় পৌঁছতে অনুশীলনে জোর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন থেকেই মোহনবাগান সুপারজায়ান্টসের সিনিয়র খেলোয়াড়দের অনুশীলন শুরু হয়ে যাচ্ছে৷ অবশ্য কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের তরুণ ব্রিগেড মাঠে নেমে পড়েছে৷ ডার্বি ম্যাচে হার স্বীকার করতে হয়েছে৷ এখনও পর্যন্ত তারা জয়ের মুখ দেখতে পায়নি৷ সেইভাবে কলকাতা ফুটবল লিগকে গুরুত্ব না দিলেও আইএসএল ফুটবলে ভালো জায়গায় পৌঁছতে অনুশীলনে জোর দিতে চান কোচ জোসে মোলিনা৷ কোচের কথা মতোই বিদেশি খেলোয়াড়দের বাছাই করছেন মোহনবাগানের কর্মকর্তারা৷ তাই দলবদলের বাজারে চমক দিয়ে একের পর এক খেলোয়াড়দের সই করিয়ে নিচ্ছে মোহনবাগান৷ এবারে সবুজ-মেরুন শিবিরে আসতে পারেন গ্রেগ স্টেওয়ার্ট৷

উল্লেখ্য, গত মরশুমে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান৷ একই গ্রুপে এবারে ডুরান্ড কাপে পড়ায় ফাইনাল ম্যাচের আগেই মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান৷ শুধু তাই নয়, আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে মোহনবাগান সই করিয়েছে তরুণ ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়াকে৷ আসছেন দুই বিদেশি ফুটবলার৷ স্কটিশ সেন্ট্রাল ডিফেন্ডার টম অ্যালড্রেড এবং স্প্যানিশ সেন্টার-ব্যাক আলবার্তো রডরিগেজ মার্টিনকেও সই করিয়েছেন সবুজ মেরুন কর্তারা৷

এবারে নজরে স্কটিশ সেন্টার-ফরোয়ার্ড গ্রেগ স্টেওয়ার্ট৷ শোনা যাচ্ছে, ৩৪ বছর বয়সী এই বিদেশি ফুটবলারটিকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আশাবাদী সবুজ মেরুন কর্তারা৷ সূত্রের খবর, মোহনবাগানে সই করতে পারেন অভিজ্ঞ সেন্টার-ফরোয়ার্ড গ্রেগ স্টেওয়ার্ট৷ সবথেকে বড় বিষয়, ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ খেলেছেন মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসির জার্সি গায়ে৷ আর সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্টস৷ সেই অভিজ্ঞতা নিয়ে এই বিদেশি ফুটবলার মোহনবাগানের হয়ে সেরা খেলা উপহার দিতে চান৷