পেনসেলভেনিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে গিয়ে বক্তব্য রাখার সময় হঠাৎই তাঁকে লক্ষ্য করে গুলি চলে। একটি গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় স্টেজ থেকে নামানো হয়। রক্তাক্ত ট্রাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় । সবাই যখন সেই ছবি দেখতে ব্যস্ত, ততক্ষণে চিনের রাস্তায় বিক্রি হতে শুরু হয়েছে ট্রাম্পের সেই ছবি ছাপানো টি-শার্ট। বিক্রেতারা জানিয়েছেন, ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সাহায্যেই এত দ্রুত টি-শার্ট তৈরি ও বিক্রি সম্ভব হয়েছে। ডিজিটাল প্রিন্টিংয়ের সাহায্যে প্রতি ঘণ্টায় কমপক্ষে ৮টি টি-শার্ট ছাপানো সম্ভব হয়েছে ।
প্রসঙ্গত উল্লেখ্য, চিনের আন্তর্জাতিক ই-কমার্স সাইটের তথ্যমাফিক, নির্বাচন সংক্রান্ত স্যুভিনিয়র বা গিফটের জিনিসপত্রের বিক্রি জানুয়ারি মাস থেকে ৪০ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়েছে ।