• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বর্ধমানে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

নিজস্ব সংবাদদাতা বর্ধমান, ১২ জুলাই: শহর বর্ধমানের পৌরসভা এলাকায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল আর এক যুবকের বিরুদ্ধে। মৃত যুবকের নাম রবি পাশোয়ান (৩৪)। বাড়ি বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সদরঘাটের সুকান্তপল্লীতে। অভিযুক্ত যুবক সেখ ইনসান ওরফে গাবুর বাড়ি একই জায়গায়। মৃতের স্ত্রী রাধা পাশোয়ান এর অভিযোগ দিন দশেক আগে আগে তার স্বামীকে গাবু

নিজস্ব সংবাদদাতা বর্ধমান, ১২ জুলাই: শহর বর্ধমানের পৌরসভা এলাকায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল আর এক যুবকের বিরুদ্ধে। মৃত যুবকের নাম রবি পাশোয়ান (৩৪)। বাড়ি বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সদরঘাটের সুকান্তপল্লীতে। অভিযুক্ত যুবক সেখ ইনসান ওরফে গাবুর বাড়ি একই জায়গায়। মৃতের স্ত্রী রাধা পাশোয়ান এর অভিযোগ দিন দশেক আগে আগে তার স্বামীকে গাবু বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে। তার ঘাড়ে ও পেটে আঘাত লাগে। বৃহস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , সেখ ইনসান ( গাবু )এলাকায় সব সময়ে অসামাজিক কাজকর্ম যুক্ত থাকে। এলাকায় তোলাবাজি করে। মৃত রবি পাশোয়ানের দাদা প্রেমনাথ পাশোয়ান বলেন, গাবু আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু সব সময়ে অসামাজিক কাজকর্ম করা ও তোলাবাজির জন্য দল তাকে আগেই সরিয়ে দেয়। তার ভাই সঙ্গেই থাকতো। গাবু কাঠের কাজ করে ও পাড়ায় একটি চায়ের দোকান আছে। আর তার ভাই রবি ভ্যান চালাতো। এখন সংসার কি করে চলবে। ভাইয়ের একটি বাচ্চা মেয়ে আছে। আমরা চাই গাবুর শাস্তি হোক।’ তবে কি কারণে ইনসান রবিকে মারধর করে সেই বিষয়ে প্রেম পাশোয়ান বা রবির স্ত্রী রাধা পাশোয়ান কিছুই জানাতে পারেননি। এদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘কে কি রাজনৈতিক দল করে সেটা কোন বিষয় নয়। আইনে অনুযায়ী পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। পুলিশ তদন্ত করে দেখুক। অপরাধী শাস্তি পাবে।’ এদিকে ঘটনার পর থেকেই গাবু ওরফে সেখ ইনসান পলাতক। পুলিশ জানিয়েছ মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জমা করা হয়েছে, তদন্ত চলছে ।