কাঠমান্ডু, ১২ জুলাই – নেপালে ভয়াবহ ভূমিধসে ৭ জন ভারতীয়-সহ নিখোঁজ কমপক্ষে ৬৫ জন। ভারী বৃষ্টি, এবং তার জেরে ভূমিধসের কারণে রাস্তা থেকে নদীতে পড়ে যায় দুটি যাত্রীবোঝাই বাস। নেপালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাস্তা থেকে ছিটকে খরস্রোতা ত্রিশূলি নদীতে গিয়ে পড়ে বাস দুটি । শুক্রবার সকালের এই ঘটনায় দু’টি বাস মিলিয়ে নিখোঁজ ৬৫ জন যাত্রী। নিখোঁজদের মধ্যে রয়েছেন সাত জন ভারতীয়ও। ঘটনায় দুঃখপ্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড। দ্রুত তল্লাশি অভিযান শেষ করে সবাইকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ নারায়ণগড়-মুগলিন সড়কে ভূমিধসের ঘটনায় নদীতে তলিয়ে গেছে বাস। ভয়াবহ এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ‘
স্থানীয় সূত্রে খবর, দুটি বাসের মধ্যে একটিতে ছিলেন ওই ভারতীয়রা। তারা বীরগঞ্জ থেকে কাঠমান্ডু ফিরছিলেন। আবহাওয়া খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব উড়ান বাতিল করা হয়। সড়কপথে যাতায়াতেও সতর্কতা জারি করেছে প্রশাসন। ইতিমধ্যে নারায়ণঘাট-কাঠমান্ডু সড়ক ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও এখনও কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। প্রবল বৃষ্টি উদ্ধারকাজে বাধা দাঁড়াচ্ছে । এসপি ভাওয়েস রিমাল জানান,দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নেপাল পুলিশ। তড়িঘড়ি শুরু করা হয় উদ্ধারকাজ। যাত্রীদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা।