• facebook
  • twitter
Friday, 18 October, 2024

নাকা তল্লাশি এড়াতে বেপরোয়া গাড়ি, আহত তিন পুলিশকর্মীসহ পাঁচ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাতে নাকা তল্লাশি চালাচ্ছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ৷ পুলিশের নাকা তল্লশি দেখে তা এড়িয়ে যেতেই ঘটল বিপত্তি৷ আহত হলেন তিন পুলিশকর্মীসহ পাঁচজন৷ চালকসহ গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ৷ সূত্রের খবর, বুধবার রাতে ক্যামাক স্ট্রিট এবং মিডলটন স্ট্রিট ক্রসিংয়ের সংযোগস্থলে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ৷ সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিল একটি গাড়ি৷

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাতে নাকা তল্লাশি চালাচ্ছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ৷ পুলিশের নাকা তল্লশি দেখে তা এড়িয়ে যেতেই ঘটল বিপত্তি৷ আহত হলেন তিন পুলিশকর্মীসহ পাঁচজন৷ চালকসহ গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ৷

সূত্রের খবর, বুধবার রাতে ক্যামাক স্ট্রিট এবং মিডলটন স্ট্রিট ক্রসিংয়ের সংযোগস্থলে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ৷ সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিল একটি গাড়ি৷ অভিযোগ, পুলিশের তল্লাশি চলছে দেখেই চালক গাড়ির গতি বাড়িয়ে দেন৷ গাড়িটিকে আটকাতে গেলে আহত হন পুলিশকর্মীরা৷ দ্রুত গতিতে বেরিয়ে যায় গাড়িটি৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় পরবর্তী চেকিং পয়েন্টে৷ সেখানেও ঘটে বিপত্তি৷ দ্রুত গতিতে বাঁক নিয়ে বেরিয়ে যায় গড়িটি৷

ঘটনায় আহত হন দুই পথচারী৷ তবে পুলিশি তৎপরতায় অবশেষে থামানো যায় গাড়িটিকে৷ আটক করা হয় গাড়ির চালকেও৷ পুলিশ সূত্রে খবর, তিনি ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন না। তবে নাকা তল্লাশি দেখে কী কারণে গাড়ি নিয়ে পালাচ্ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।