• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বন্যায় ডুবল উত্তরপ্রদেশের ১০ জেলা, মৃত অন্তত ১৭

লখনউ, ১০ জুলাই– ভয়াবহ বন্যায় ভাসছে উত্তরপ্রদেশের ১০টি জেলা৷ নতুন করে ১৭ জনের মৃতু্যর কথা জানা গিয়েছে৷ ঘটনায় তৎপর দেখা গেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে৷ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি৷ দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, মৃত যে ১৭ জনের খবর পাওয়া গিয়েছে তাদের মধ্যে দশজনই প্রয়াগরাজ, কৌশাম্বি ও প্রতাপগডে়র বাসিন্দা৷ এরা

লখনউ, ১০ জুলাই– ভয়াবহ বন্যায় ভাসছে উত্তরপ্রদেশের ১০টি জেলা৷ নতুন করে ১৭ জনের মৃতু্যর কথা জানা গিয়েছে৷ ঘটনায় তৎপর দেখা গেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে৷ পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছেন তিনি৷ দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, মৃত যে ১৭ জনের খবর পাওয়া গিয়েছে তাদের মধ্যে দশজনই প্রয়াগরাজ, কৌশাম্বি ও প্রতাপগডে়র বাসিন্দা৷ এরা সকলেই বজ্রপাত, জলে ডুবে ও সাপের কামডে় মারা গিয়েছেন৷ আগামী ২৪ ঘণ্টায় পূর্ব উত্তরপ্রদেশের বহু অঞ্চলেই বৃষ্টি হবে৷ এদিকে পিলভিটে বন্যাবিধ্বস্ত এলাকায় আটকে পড়া ৭ জনকে উদ্ধার করা হয়েছে৷
রিলিফ কমিশনার জি এস নবীন কুমার জানিয়েছেন, কেবল পিলভিট জেলাতেই ২৫২টি গ্রাম জলের তলায়৷ জল বইছে বিপদসীমার উপর দিয়ে৷ একই পরিস্থিতিতে লখিমপুর খেরি ও অন্যত্র৷ অন্তত ১০টি জেলার পরিস্থিতি ভয়াবহ৷ নেপাল ও উত্তরাখণ্ডের পাহাডি় এলাকায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে সরযূ নদী প্লাবিত হওয়ার ফলে অযোধ্যাতেও পরিস্থিতি ভয়াবহ৷ জানা গিয়েছে, নদীর তীরে ৩ কোটি টাকার একটি নির্মীয়মাণ বাডি় ভেসে গিয়েছে জলের তোডে়৷তবে অযোধ্যায় এখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি৷ কিন্ত্ত সবদিকে নজর রাখা হয়েছে৷ এদিকে আগামী কদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷