• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঋতুকালীন সবেতন ছুটির আদেশে আরও বড় সমস্যায় পড়বেন মহিলারা, জানাল সুপ্রিম কোর্ট

দিল্লি, ৮ জুলাই– ঋতুকালীন সময়ে সবেতনে ছুটিতে সায় দিল না দেশের শীর্ষ আদালত৷ মহিলা কর্মীদের ঋতুকালীন মাসে অন্তত দু’দিন সবেতন ছুটি দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থের মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে৷ সেই আর্জিতে সায় দিল না শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ৷ মহিলা কর্মীদের এই সময় সবেতন ছুটির বিষয়টি কেন্দ্র-রাজ্য সরকারগুলির ওপরই ছেড়ে দিয়েছেন

দিল্লি, ৮ জুলাই– ঋতুকালীন সময়ে সবেতনে ছুটিতে সায় দিল না দেশের শীর্ষ আদালত৷ মহিলা কর্মীদের ঋতুকালীন মাসে অন্তত দু’দিন সবেতন ছুটি দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থের মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে৷ সেই আর্জিতে সায় দিল না শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ৷
মহিলা কর্মীদের এই সময় সবেতন ছুটির বিষয়টি কেন্দ্র-রাজ্য সরকারগুলির ওপরই ছেড়ে দিয়েছেন প্রধান বিচারপতি৷ সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, এই ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সিদ্ধান্ত নিক৷ বর্তমানে বিহারে রাজ্য সরকারের মহিলা কর্মচারীরা মাসিকের সময় দু’দিন সবেতন ছুটি পান৷ লালুপ্রসাদ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালে ১৯৯২ সালে এই ছুটি চালু করেন৷ আর সম্প্রতি কেরলের পিনারাই বিজয়ন সরকার মাসে তিন দিন সবেতন ছুটি মঞ্জুর করেছে৷

সোমবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, আমরা এই দাবির বিরোধী নই৷ কিন্ত্ত আদালতের রায়ের উল্টো ফলও হতে পারে৷

প্রধান বিচারপতি বলেন, প্রতি মাসে দু তিন দিন সবেতন ছুটি দেওয়ার নির্দেশ জারির পর বেসরকারি উদ্যোক্তারা মহিলাদের নিয়োগে অনীহা দেখাতে পারেন৷ তাতে আরও বড় সমস্যায় পড়বেন মহিলারা৷ তাই কেন্দ্র ও রাজ্য সরকারগুলির উচিত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া৷