• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ফুঁসছে গঙ্গা, কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হরিদ্বার সহ গোটা উত্তরাখণ্ড

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড৷  ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা৷ রবিবার হৃষিকেশে গঙ্গার জলস্তর বিপদসীমা ছাড়িয়ে ত্রীবেণী ঘাটের আরতিস্থলে আছড়ে পড়েছে৷ যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ সতর্ক করা হয়েছে উত্তরাখণ্ডের পর্যটকদের৷ গঙ্গার তীরবর্তী সংলগ্ন বসতি এলাকাগুলিকেও খালি করার কাজ শুরু করেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ রবিবার থেকে বুধবার পর্যন্ত চামোলি, রুদ্রপ্রয়াগ এবং পাউরি জেলায়

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড৷  ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা৷ রবিবার হৃষিকেশে গঙ্গার জলস্তর বিপদসীমা ছাড়িয়ে ত্রীবেণী ঘাটের আরতিস্থলে আছড়ে পড়েছে৷ যা দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

সতর্ক করা হয়েছে উত্তরাখণ্ডের পর্যটকদের৷ গঙ্গার তীরবর্তী সংলগ্ন বসতি এলাকাগুলিকেও খালি করার কাজ শুরু করেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ রবিবার থেকে বুধবার পর্যন্ত চামোলি, রুদ্রপ্রয়াগ এবং পাউরি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন৷ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কুমায়ুনের কয়েকটি এলাকায়৷ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেরাদুন, তেহরি, হরিদ্বার, উত্তরকাশী এবং হৃষিকেশেও৷ এইভাবে বৃষ্টি হলে উত্তরাখণ্ডে গঙ্গা আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

সূর্যাস্তের পরে পর্যটকদের গঙ্গার তীরে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে৷ নদী তীরবর্তী এলাকা থেকে অনেক বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ বাকিদের অতি দ্রুত সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে৷ এবিষয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷