• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘সেনা বিমার অর্থকেই ক্ষতিপূরণ বলছে’, অগ্নিবীর অজয় কুমারের ক্ষতিপুরণ প্রসঙ্গে দাবি রাহুলের

দিল্লি, ৭ জুলাই– অগ্নিবীর শহিদের ক্ষতিপূরণ প্রসঙ্গে ফের বিস্ফোরক বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ শহিদ অগ্নিবীর অজয় কুমারের পরিবার কোনও অর্থসাহায্য পাননি বলে দাবি করেছিলেন রাহুল গান্ধি৷ সেনা তরফে রাহুলের সেই দাবি নস্যাৎ করে জানানো হয়েছিল, শহিদের পরিবারকে ৯৮ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয়েছে৷ এবার সেই ৯৮ লক্ষের জবাব দিলেন রাহুল৷ তিনি দাবি করলেন, নিহতর পরিবার

দিল্লি, ৭ জুলাই– অগ্নিবীর শহিদের ক্ষতিপূরণ প্রসঙ্গে ফের বিস্ফোরক বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ শহিদ অগ্নিবীর অজয় কুমারের পরিবার কোনও অর্থসাহায্য পাননি বলে দাবি করেছিলেন রাহুল গান্ধি৷ সেনা তরফে রাহুলের সেই দাবি নস্যাৎ করে জানানো হয়েছিল, শহিদের পরিবারকে ৯৮ লক্ষ টাকা অর্থ সাহায্য করা হয়েছে৷ এবার সেই ৯৮ লক্ষের জবাব দিলেন রাহুল৷ তিনি দাবি করলেন, নিহতর পরিবার যা পেয়েছে তা বিমার অর্থ৷ কিন্ত্ত সেনা তরফে কোনও ক্ষতিপূরণ তাদের দেওয়া হয়নি৷
এক্স হ্যান্ডলে রাহুলকে লেখেড়, ‘ক্ষতিপূরণ আর জীবনবিমায় ফারাক আছে৷ সেনা কি ক্ষতিপূরণের মানে বিমার টাকা বোঝে? শহিদ অগ্নিবীর অজয় কুমারের পরিবার আজ পর্যন্ত সরকারের তরফে কোনও ক্ষতিপূরণ পায়নি৷ শহিদের পরিবার স্রেফ বিমা সংস্থা থেকে ক্ষতিপূরণ পেয়েছে৷ দেশের জন্য প্রাণ দেওয়া শহিদদের পরিবারকে সম্মান করা উচিত৷ কিন্ত্ত মোদি সরকার ওদের সঙ্গে বৈষম্য করছে৷ সরকার যাই বলুক, এটা জাতীয় নিরাপত্তার বিষয়৷ ইন্ডিয়া জোট কখনও সেনাকে দুর্বল হতে দেবে না৷’
উল্লেখ্য, ২৩ বছরের অজয় কুমার গত ১৮ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হন৷ তারপরই অভিযোগ ওঠে অজয় কুমারের পরিবার বা নিকট আত্মীয় আর্থিক সাহায্যের আশায় বসে আছে৷ রাহুল-সহ বিরোধীরা এই বিষয়ে মুখ খোলেন৷ কিন্ত্ত সম্প্রতি সেনার তরফে জানিয়ে দেওয়া হয়, ভারতীয় সেনা অগ্নিবীর অজয় কুমারের মহৎ আত্মত্যাগকে স্মরণ করছে৷ পূর্ণ সামরিক সম্মানে তাঁর শেষকৃত্য করা হয়েছে৷ প্রাপ্য অর্থসাহায্য বাকি ছিল, তার মধ্যে ৯৮.৩৯ লক্ষ টাকা অগ্নিবীর অজয় কুমারের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এছাড়াও অগ্নিপথ প্রকল্প অনুযায়ী আরও প্রায় ৬৭ লক্ষ টাকা পুলিশের তরফে নথি যাচাইয়ের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ অর্থাৎ ক্ষতিপূরণের মোট অর্থমূল্য ১.৬৫ কোটি টাকা৷ কিন্ত্ত এবার সেনার সেই দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে প্রাক্তন কংগ্রেস সভাপতির অভিযোগ, এরকম কোন ক্ষতিপূরণ শহিদের পরিবার পায়নি৷ অন্যদিকে, সেনার তরফে এই দাবির পালটা কোনও বিবৃতি দেওয়া হয়নি৷