• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হাথরস যাচ্ছেন রাহুল , কথা বলবেন স্বজনহারা ও আহতদের সঙ্গে

 দিল্লি, ৪ জুলাই – হাথরসে পদপিষ্টদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন রাহুল গান্ধি ।  বৃহস্পতিবার কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যাবেন রাহুল গান্ধি।  গত মঙ্গলবার হাথরসের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। এই  পরিস্থিতিতে সেখানে স্বজনহারাদের সঙ্গে দেখা করতে যাবেন লোকসভার বিরোধী দলনেতা।   

 দিল্লি, ৪ জুলাই – হাথরসে পদপিষ্টদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন রাহুল গান্ধি ।  বৃহস্পতিবার কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যাবেন রাহুল গান্ধি।  গত মঙ্গলবার হাথরসের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। এই  পরিস্থিতিতে সেখানে স্বজনহারাদের সঙ্গে দেখা করতে যাবেন লোকসভার বিরোধী দলনেতা। 
 
হাথরসের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ হিসাবে অভিহিত করে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি হাথরসে গিয়ে ক্ষতিগ্রস্ত এবং আহতদের সঙ্গে কথা বলবেন।  তবে আপাতত লোকসভার অধিবেশন চলছে। ফলে কবে উত্তরপ্রদেশ যেতে পারবেন রায়বরেলির সাংসদ, সেই  প্রশ্ন থেকেই যাচ্ছে। কংগ্রেসের তরফে অবশ্য রাহুলের হাথরসযাত্রা নিয়ে কোনও দিনক্ষণ প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই হাথরসের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ৷ বুধবারই ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
 
মঙ্গলবার হাথরস জেলার ফুলরাই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২১ জনের ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু ৷ জানা গিয়েছে, রতিভানপুরের ফুলরাই গ্রামে ‘ভোলে বাবা’ নামের এক স্বঘোষিত গুরুর সৎসঙ্গ চলছিল । স্থানীয় প্রশানস সূত্রে খবর, সৎসঙ্গ শেষ হওয়ার পর সকলে একসঙ্গে গুরুর চরণধূলি নিতে গিয়েই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশিরভাগ মহিলা এবং শিশুরা মারাত্মকভাবে জখম হয়। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পদপিষ্টের ঘটনায় বহু ভক্তের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ৷ অন্যদিকে আহতদেরও ইটা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
 
পুলিশ ইতিমধ্যেই সৎসঙ্গ আয়োজকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে ৷ প্রমাণ লোপাট, শর্ত ভঙ্গ করার অভিযোগও আনা হয়েছে আয়োজকদের বিরুদ্ধে ৷ প্রসঙ্গত, হাথরসের ওই ধর্মীয় অনুষ্ঠানে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ৮০ হাজার জনের জমায়েতে অনুমোদন দিলেও জানা গেছে সেখানে উপস্থিত ছিলেন আড়াই লাখেরও বেশি মানুষ। আরও অভিযোগ, আয়োজকরা ভিড় সামলানোর ক্ষেত্রে যেমন  সহযোগিতা করেননি, তেমনই পদপিষ্টের ঘটনার পরে প্রমাণ লোপাটের চেষ্টাও করেছেন। এত কিছুর পরও নাকি এফআইআরে ভোলে বাবার নাম নেই। উল্লেখ্য, এই ভোলে বাবাকে কেন্দ্র করেই আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি।  ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷