• facebook
  • twitter
Friday, 22 November, 2024

টাকার বিনিময়ে লাইসেন্স নয়, বেসরকারি ‘ড্রাইভিং স্কুল’কে শিক্ষা দিতে ‘সারথি’ পোর্টাল আনছে পরিহণ দফতর

নিজস্ব প্রতিনিধি: টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স আর নয়৷ এবার থেকে নতুন চালকদের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জানাতে হবে পরিবহণ দফতরের ‘সারথি’ পোর্টালের মাধ্যমে৷ রাজ্যের যে সমস্ত বেসরকারি ‘মোটর ট্রেনিং স্কুল’ রয়েছে তাদের বাড়বাড়ন্ত বন্ধ করার জন্যই এমন সিদ্ধান্ত পরিবহণ দফতরের৷ প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে সরকার স্বীকৃত ‘মোটর ট্রেনিং স্কুল’ রয়েছে ৫৪৭টি৷ তবে শহরের আনাচেকানাচে গজিয়ে উঠেছে

নিজস্ব প্রতিনিধি: টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স আর নয়৷ এবার থেকে নতুন চালকদের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জানাতে হবে পরিবহণ দফতরের ‘সারথি’ পোর্টালের মাধ্যমে৷ রাজ্যের যে সমস্ত বেসরকারি ‘মোটর ট্রেনিং স্কুল’ রয়েছে তাদের বাড়বাড়ন্ত বন্ধ করার জন্যই এমন সিদ্ধান্ত পরিবহণ দফতরের৷ প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে সরকার স্বীকৃত ‘মোটর ট্রেনিং স্কুল’ রয়েছে ৫৪৭টি৷ তবে শহরের আনাচেকানাচে গজিয়ে উঠেছে বহু বেসরকারি ‘মোটর ট্রেনিং স্কুল’৷ অনেক সময় টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে৷ যার ফলে রাজ্য জুড়ে বেড়েই চলেছে পথ দুর্ঘটনা৷

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য সরকার স্বীকৃত ৫৪৭টি ‘মোটর ট্রেনিং স্কুল’ গুলিকে পরিবহণ দফতরের ‘সারথি’ পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে৷ পরিবহণ দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, যদি কোনও চালক নতুন লাইসেন্স পাওয়ার আবেদন জানান৷ তাহলে তিনি ব্যক্তিগত কাজে, নাকি বাণিজ্যিক কারণে গাড়ি চালানো শিখবেন, সেই তথ্যও দিতে হবে৷ শুধু তাই নয়, সরকার স্বীকৃত নয় এমন ‘মোটর ট্রেনিং স্কুল’ থেকে শংসাপত্র নিলে তা গ্রহণযোগ্য হবে না বলেই জানাচ্ছে পরিবহণ দফতর৷ অন্যদিকে গাড়ি চালানো শেখার জন্য ৩০ দিনের, সম্পূর্ণ কোর্স করতে হবে৷ তা না হলে সংশ্লিষ্ট চালককে ‘ড্রাইভিং লাইসেন্স’ দেবে না পরিবহণ দফতর৷