• facebook
  • twitter
Monday, 25 November, 2024

এক বছর ধরে বায়োমেট্রিকে ছাপ নিয়েও রেশন প্রদান না করে শুধুমাত্র স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ, বিক্ষোভ

সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: এবার ফের জামুরিয়া ব্লকেই উঠল রেশন দুর্নীতির অভিযোগ। এবার রেশন গ্রাহকরা দাবি করলেন, এক বছর ধরে  বায়োমেট্রিকে ছাপ নিয়েও তাঁদের প্রাপ্য রেশন প্রদান না করে শুধুমাত্র স্লিপ ধরিয়ে দিয়ে রেশন সামগ্রী পাওয়ার পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার এই দাবি তুলে জামুরিয়া ব্লকের পড়াশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত খনি আবাসনের মধ্যেই ৩০

সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: এবার ফের জামুরিয়া ব্লকেই উঠল রেশন দুর্নীতির অভিযোগ। এবার রেশন গ্রাহকরা দাবি করলেন, এক বছর ধরে  বায়োমেট্রিকে ছাপ নিয়েও তাঁদের প্রাপ্য রেশন প্রদান না করে শুধুমাত্র স্লিপ ধরিয়ে দিয়ে রেশন সামগ্রী পাওয়ার পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার এই দাবি তুলে জামুরিয়া ব্লকের পড়াশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত খনি আবাসনের মধ্যেই ৩০ নম্বর রেশন শপে আসা ফুড সাপ্লাই ইন্সপেক্টরদের ঘিরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর নেতৃত্বে বিক্ষোভ দেখালেন রেশন গ্রাহকরা।

এলাকার মানুষজন এদিন দাবি করেছেন, দীর্ঘ প্রায় এক বছর ধরে, তাঁদের নানা টালবাহানায় রেশন পরিষেবা থেকে বঞ্চিত করে চলেছেন ওই রেশন দোকানের বর্তমানে রেশন সামগ্রী সরবরাহ করার দায়িত্বে থাকা রেশন ডিলার তুষার কান্তি ঘোষ। এখানে ওই দোকানে গিয়ে লক্ষ্য করা যায়, কয়েক বস্তা মাত্র রেশন সামগ্রী রয়েছে। আর গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় ৭০০-র বেশি। আর এই সকল সামগ্রী সরবরাহ করতে তাঁকে ব্যাপক পরিমাণে রেশন সামগ্রী মজুদ করা দরকার রয়েছে। তারপরও তিনি শুধু তাঁর কর্মচারী বাপি আচার্যকে পাঠিয়ে এলাকার মানুষজনদের কাছে আঙ্গুলের ছাপ নিয়ে রশিদ কেটে হাতে ধরিয়ে দিলেও তাদের দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না বলেই দাবি করেন। এলাকাবাসীদের সঙ্গে এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদিপ সিং।

যদিও এ বিষয়ে এই রেশন দোকান পর্যবেক্ষণে এসে খাদ্য নিয়ামক দপ্তরের সাব ইন্সপেক্টর জানান, তিনি এসে বেশ কিছু গরমিল লক্ষ্য করেছেন। আর তার সঙ্গে এক বছর ধরে রেশন পাননি বলেই রেশন গ্রাহকদের কাছে অভিযোগ ও তিনি শুনেছেন। যা তিনি পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন। তবে হতাশ রেশন গ্রাহকরা এদিনও রেশন পাওয়ার আশায় রেশন দোকানে হাজির হলেও টানের নিরাশ হয়ে ফিরতে হয়।