• facebook
  • twitter
Friday, 18 October, 2024

এবার বিমানবন্দরের মতো আলোয় চক চক করবে কলকাতার ব্লু লাইনের মেট্রো স্টেশনগুলি

নিজস্ব প্রতিনিধি- এবার থেকে বিমানবন্দরের মতো দেখতে লাগবে কলকাতা মেট্রো স্টেশন চত্বরকে। নেপথ্যে আলোর কারসাজি। ইতিমধ্যে মেট্রো স্টেশনগুলিতে বিমানবন্দরের ধাঁচে উজ্জ্বল আলো বসানোর কাজ শুরু হয়েছে। ২০১৮ সাল থেকে উত্তর-দক্ষিণ মেট্রোর একাধিক স্টেশনে এলইডি এল লাগানো হয়েছিল। সেই আলোয় এখন আরও উজ্বল হবে। যে আলো বিদ্যুতের খরচ বাঁচাবে। সেই সঙ্গেই চারিদিকের উজ্বলতা বৃদ্ধি করবে। ইতিমধ্যেই

নিজস্ব প্রতিনিধি- এবার থেকে বিমানবন্দরের মতো দেখতে লাগবে কলকাতা মেট্রো স্টেশন চত্বরকে। নেপথ্যে আলোর কারসাজি। ইতিমধ্যে মেট্রো স্টেশনগুলিতে বিমানবন্দরের ধাঁচে উজ্জ্বল আলো বসানোর কাজ শুরু হয়েছে। ২০১৮ সাল থেকে উত্তর-দক্ষিণ মেট্রোর একাধিক স্টেশনে এলইডি এল লাগানো হয়েছিল। সেই আলোয় এখন আরও উজ্বল হবে। যে আলো বিদ্যুতের খরচ বাঁচাবে। সেই সঙ্গেই চারিদিকের উজ্বলতা বৃদ্ধি করবে। ইতিমধ্যেই ব্লু লাইনের শ্যামবাজার, শোভাবাজার-সুতানুটি, গিরিশ পার্ক, সেন্ট্রাল, মহাত্মা গান্ধী রোড, চাঁদনি চক, এসপ্লানেড, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, রবীন্দ্র সরোবর, নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনে আলো বদলের কাজ হয়ে গিয়েছে। অন্যদিকে এখনও আলো বদলের কাজ বাকি রয়েছে পার্ক স্ট্রিট, মহানায়ক উত্তমকুমার, দমদম, বেলগাছিয়া, দক্ষিণেশ্বর, কবি সুভাষ স্টেশনে। এই জায়গাগুলিতেও কাজ দ্রুত শেষ করা হবে বলেই জানানো হয়েছে মেট্রো রেলের তরফে। জুলাইয়ের মধ্যে সমস্ত মেট্রো স্টেশনে এল বদলের কাজ করা হবে বলেই আশা করছে কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রের খবর, সাদা উজ্জ্বল আলো (কুল লাইট) স্টেশনগুলির প্ল্যাটফর্মে এবং কিছুটা হলুদাভ আলো (ওয়ার্ম লাইট) প্রবেশপথ, মেজ়েনাইন ফ্লোর, সাবওয়ের মতো অংশে ব্যবহার করা হয়েছে। যাত্রীরাও এর তফাৎ বুঝতে পেরেছেন বলেই জানিয়েছেন। আগের থেকে স্টেশন চত্বর আরও বেশি সুন্দর লাগছে বলেই জানিয়েছেন নিত্যযাত্রীরা। প্ল্যাটফর্মের দৃশ্যমানতাও বেড়েছে। আগে ১০০ লুমেন/ওয়াট মাত্রার আলো ছিল। সেটাই এখন বাড়িয়ে করা হয়েছে প্রায় ১৬০ লুমেন/ওয়াট। এই বদলের ফলে ৪০-৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে নতুন আলোর ঔজ্জ্বল্য।