• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, ধৃতকে ছেড়ে দিতে বলল হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠে পুলিশের অতি সক্রিয়তা বিষয়ক মামলা।ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। এমনই কড়া মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা। গ্রেফতার হওয়া ব্যক্তিকে বুধবার বিকেল পাঁচটার মধ্যে ছাড়তে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বৈঠক লাইভ সম্প্রচারিত হচ্ছিল।

নিজস্ব প্রতিনিধি: বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠে পুলিশের অতি সক্রিয়তা বিষয়ক মামলা।ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ। এমনই কড়া মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা। গ্রেফতার হওয়া ব্যক্তিকে বুধবার বিকেল পাঁচটার মধ্যে ছাড়তে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বৈঠক লাইভ সম্প্রচারিত হচ্ছিল। অভিযোগ, সেই সময়েই লাইভের কমেন্ট বক্সে মন্ত্রী অরূপ রায়-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন এরশাদ সুলতান নামে হাওড়ার বাসিন্দা এক ব্যক্তি। গত ২৮ জুন মুখ্যমন্ত্রীর ওই বৈঠক লাইভ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।অভিযোগ, সেইদিনই ওই ভিত্তিহীন অভিযোগ তুলে কমেন্ট করা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছিল। ৩০ জুন গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে। সেই নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল  বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছে, ‘অভিযুক্তকে বুধবার (৩ জুলাই)  বিকেল ৫টার মধ্যে জেল থেকে ছেড়ে দিতে হবে’।বিচারপতি অমৃতা সিনহা এদিন মন্তব্য করেন, -‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ’। এদিন মামলার শুনানির সময় বিচারপতির প্রশ্ন, -‘কোনও নাগরিক ক্ষোভ জানালে, তাঁকে গ্রেফতার করা হবে? অরূপ রায় কি কোনও অভিযোগ দায়ের করেছেন? দুই ব্যক্তির নিজেদের মধ্যে গণ্ডগোলের ঘটনায় তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করল, আর পুলিশ একজনকে গ্রেফতার করল? অযথা নাক গলিয়েছে পুলিশ।’বুধবারই বিকেল পাঁচটার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি যেদিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল সেদিনের অর্থাৎ, ৩০ জুন শিবপুর থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা  সিনহা।এখন দেখার পুলিশ কি জানায় পরবর্তী শুনানিতে?