• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার প্রাক্তন কর্মীর বাড়িতে অভিযান ইডির

সারদা, রোজভ্যালির মতো এবার ইডির নজরে কি আরও এক অর্থলগ্নি সংস্থা– এমনটাই মনে করছেন নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দারা৷ বুধবার সকাল ৭ টা নাগাদ নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি ব্লকে একটি অর্থলগ্নি সংস্থার প্রাক্তন কর্মীর বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ইডির ৫ সদস্যের একটি দল অভিযান চালিয়েছে বলে জানা গেছে৷ স্থানীয় সূত্রে

সারদা, রোজভ্যালির মতো এবার ইডির নজরে কি আরও এক অর্থলগ্নি সংস্থা– এমনটাই মনে করছেন নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দারা৷ বুধবার সকাল ৭ টা নাগাদ নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি ব্লকে একটি অর্থলগ্নি সংস্থার প্রাক্তন কর্মীর বাড়িতে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ইডির ৫ সদস্যের একটি দল অভিযান চালিয়েছে বলে জানা গেছে৷
স্থানীয় সূত্রে খবর, বহু বছর ধরেই নিউ ব্যারাকপুরে বসবাস করেন ওই ব্যক্তি৷ এলাকায় ‘ভদ্রলোক’ হিসেবে পরিচিত উনি৷ এবিষয়ে ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, ‘আমি জানতাম উনি এয়ারপোর্টে কাজ করতেন৷ কিন্ত্ত এখন শুনছি উনি অর্থলগ্নি সংস্থায় কর্মরত ছিলেন৷ সবার সঙ্গে ভালোভাবে কথা বলেন৷ ওনার ছেলে বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে৷’ আরও এক বাসিন্দা বলেন, ‘সবার সঙ্গে ওনার খুবই ভালো সম্পর্ক৷ কোনও দিন ওনার ব্যাপারে খারাপ কিছু শুনিনি৷’

উল্লেখ্য, এদিন ইডির আধিকারিকরা ঠিক কী কারণে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছেন তা এখনও জানা যায়নি৷ সকালে অভিযান চলাকালীন বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ কিছুক্ষণ পরে নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওই বাড়িতে আসেন৷