• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের একবার মানহানি মামলার আবেদন জানাতে বলল কলকাতা হাইকোর্ট

পদ্ধতিগত ত্রুটি নিজস্ব প্রতিনিধি: চরমে রাজ্য-রাজ্যপালের সংঘাত৷ ঘটনার রেশ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ বুধবার ছিল সেই মামলার শুনানি৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেও সুরাহা হল না। কারণ হাইকোর্টে ফের একবার রাজ্যপালকে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে৷ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, রাজ্যপাল

পদ্ধতিগত ত্রুটি

নিজস্ব প্রতিনিধি: চরমে রাজ্য-রাজ্যপালের সংঘাত৷ ঘটনার রেশ আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ বুধবার ছিল সেই মামলার শুনানি৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেও সুরাহা হল না। কারণ হাইকোর্টে ফের একবার রাজ্যপালকে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে৷

হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে পদ্ধতিগত ত্রুটি রয়েছে৷ এই কারণেই বিচারপতি রাজ্যপালকে আবেদন প্রত্যাহার করে পুনরায় অভিযোগ ফাইল করার কথা জানিয়েছেন৷ বুধবার মামলাটি আদালতে উঠলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতকে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একাধিক মন্তব্যের জন্য রাজ্যপালের মানহানি হয়েছে। এবং তাঁর মর্যাদা নষ্ট হয়েছে৷ প্রমাণ হিসাবে বোসের আইনজীবী বিভিন্ন সংবাদমাধ্যমের ছাপানো খবর এবং ইউটিউবে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেন৷ সেই সময়েই আদালত জানতে চায়, সংবাদমাধ্যমকে পার্টি করা হয়েছে কিনা৷ তারপরেই মামলার পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে উল্লেখ করে পুনরায় অভিযোগ ফাইল করার কথা বলে আদালত৷ অর্থৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই মামলাটি নতুন করে করতে হবে৷ যদিও মুখ্যমন্ত্রীর ঠিক কোন কথার জন্য রাজ্যপাল বোস মামলা করেছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি৷