• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাজেটের আগেই মোবাইল থেকে টিভি-ফ্রিজ, সস্তার বহর

দিল্লি, ২ জুলাই– বাজেটে সকলের নজর থাকে কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল, তার উপরে৷ তবে বাজেট পর্যন্তও অপেক্ষা করতে হল না, তার আগেই মিলল দারুণ খবর৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ইলেকট্রনিক্স পণ্যের উপরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি কমানো হল৷ এর জেরে মোবাইল ফোন, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ অন্যান্য

দিল্লি, ২ জুলাই– বাজেটে সকলের নজর থাকে কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল, তার উপরে৷ তবে বাজেট পর্যন্তও অপেক্ষা করতে হল না, তার আগেই মিলল দারুণ খবর৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ইলেকট্রনিক্স পণ্যের উপরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি কমানো হল৷ এর জেরে মোবাইল ফোন, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের দাম কমবে৷

এবার থেকে ২৭ ইঞ্চির টিভি, মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের উপরে ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হবে না৷ সরকারের তরফে এই জিএসটির হার কমিয়ে ১২ শতাংশে নামিয়ে আনা হয়েছে৷ এর ফলে মোবাইলের দাম কমবে৷

পাশাপাশি, ২৭ ইঞ্চি বা তার কম আয়তনের টিভির উপরও জিএসটি কমানো হয়েছে৷ ৩১.৩ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে জিএসটি৷ তবে ৩২ ইঞ্চি বা তার বেশি আয়তনের স্মার্ট টিভির ক্ষেত্রে ৩১.৩ শতাংশ হারেই জিএসটি দিতে হবে৷

এছাড়া ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার, জু্যসার, এলপিজি স্টোভ সহ একাধিক পণ্যেরও জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে৷