• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ধাপার রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ২০টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি, ২ জুলাই:  ফের বিধ্বংসী আগুনের লেলিহান শিখা দেখা গেল কলকাতায়৷ ধাপার মাঠপুকুর এলাকার কাছে সায়রাবাদের একটি মোবিল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কারখানাটিতে আগুন লাগে৷ ঝোড়ো হাওয়ার প্রভাব থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ মুহূর্তে ঘন, কালো ধোঁয়ায় ঢেকে যায় মাঠপুকুর এলাকার চারপাশ৷ ঘটনায় আতঙ্কিত

নিজস্ব প্রতিনিধি, ২ জুলাই:  ফের বিধ্বংসী আগুনের লেলিহান শিখা দেখা গেল কলকাতায়৷ ধাপার মাঠপুকুর এলাকার কাছে সায়রাবাদের একটি মোবিল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কারখানাটিতে আগুন লাগে৷ ঝোড়ো হাওয়ার প্রভাব থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ মুহূর্তে ঘন, কালো ধোঁয়ায় ঢেকে যায় মাঠপুকুর এলাকার চারপাশ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ কিছুক্ষণের মধ্যে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন৷ সেই ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। সেজন্য পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও ১৪টি ইঞ্জিন৷ কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক দাহ্য পদার্থ মজুত ছিল৷ সূত্রের খবর, প্রথমে রাসায়নিক ড্রামে আগুন লাগে৷ এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে৷

কালো ধোঁয়ার ঢেকে যাওয়ায় দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়৷ প্রশাসনের সহযোগিতায় সঠিক সময়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ আগুন লাগার খবর পেয়ে ধাপার মাঠপুকুর এলাকায় পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু৷ সেখানে গিয়ে তিনি দমকলকর্মীদের সঙ্গে কথা বলেন৷ কারখানার আশেপাশে প্রচুর ঘরবাডি় রয়েছে৷ কারখানার ভিতর থেকে ক্রমাগত বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল আগুন৷ দমকলকর্মীদের আশঙ্কা ছিল, বাডি়গুলিতেও যে কোনও মুহূর্তে আগুন ছডি়য়ে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত৷

কারখানাটিতে মবিল, ইঞ্জিন তেল ছাড়াও অন্যান্য রাসায়নিক পণ্যও উৎপাদন করা হত৷ সেইসব পণ্যের কাঁচামাল রাখা হত আশপাশের বাডি়গুলিতে৷ সেখান থেকে গ্যাস সিলিন্ডার সহ ইলেকট্রিক জিনিসপত্র দ্রুত সরানোর ব্যবস্থা করেন দমকলকর্মীরা৷ এতকিছু করে ঝুঁকি এড়ানো গেলেও দুপুর ২টো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷