• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

দিল্লি, রাজকোটের পর এবার কি লখনউ! বিমানবন্দরের ছাদ থেকে জল পড়তে দেখে আতঙ্কিত যাত্রীরা

লখনউ, ৩০ জুন: দিল্লি ও রাজকোটের দুর্ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন বিমানযাত্রীরা৷ এবার লখনউ বিমানবন্দরের ছাদ থেকে বৃষ্টির জল পড়ার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ল৷ শুক্রবারই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ছাদ ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ জখম হয়েছেন ৬ জন৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সামনে আসে রাজকোট বিমানবন্দরে ছাউনি ভেঙে পড়ার ঘটনা৷ এবার লখনউ

লখনউ, ৩০ জুন: দিল্লি ও রাজকোটের দুর্ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন বিমানযাত্রীরা৷ এবার লখনউ বিমানবন্দরের ছাদ থেকে বৃষ্টির জল পড়ার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ল৷ শুক্রবারই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ছাদ ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ জখম হয়েছেন ৬ জন৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সামনে আসে রাজকোট বিমানবন্দরে ছাউনি ভেঙে পড়ার ঘটনা৷

এবার লখনউ বিমানবন্দরেও কি একই ঘটনার পুনরাবৃত্তি! সেই আতঙ্কেই দিন কাটাচ্ছেন বিমানযাত্রীরা৷ শুক্রবার রাত থেকে লখনউয়ে বৃষ্টি শুরু হয়েছে৷ শনিবার রাত থেকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ছাদ থেকে জল পড়তে শুরু করে৷ মার্চ মাসেই উদ্বোধন করা হয়েছে ওই নতুন টার্মিনাল৷ ৩ মাস যেতে না যেতেই বৃষ্টির জন্য ছাদ ফেটে গিয়ে জল পড়তে শুরু করেছে৷

লখনউ বিমানবন্দরে ছাদ মেরামতির ব্যবস্থা করতে হবে। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই দাবি করেন বিমানযাত্রীরা৷ ইতিমধ্যেই বিমানবন্দরের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও ভাইরাল হয়েছে৷ লখনউ বিমানবন্দরের মুখপাত্র দুর্ঘটনার সম্ভাবনা উডি়য়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘দিল্লির মতো ঘটনা লখনউয়ে ঘটার কোনও সম্ভাবনা নেই৷ নতুন টার্মিনালটির কাঠামোটি সর্বোচ্চ মানের৷ সেখান থেকে জল পড়ার কথা নয়৷’