মুম্বই, ২৮ জুন– লোকসভা ভোটের হইহট্টগোল থামতে না থামতেই শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের শোরগোল৷ ফের সামনাসামনি জুজুধান সমস্ত রাজনৈতিক দলগুলি৷ যার মধ্যে মহারাষ্ট্রের নাম সবার আগে উঠে এল৷ বহুদিন যাবৎ নির্বাচন ঘিরে উত্তেজনায় ফুটছে মহারাষ্ট্রের রাজনীতি৷ তাতেই ফের ব্যাকফুটে মহরাষ্টের মহা বিকাশ আগাড়িকে৷ এবার বিধানসভায় জোটের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আমনে-সামনে এনসিপি শরদ পওয়ার এবং শিব সেনার উদ্ধব শিবির৷ যা মেটাতে না পারলে বিধানসভায় সমস্যায় পড়তে পারে মহাজোট৷
মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ির তিন প্রধান শরিক কংগ্রেস, এনসিপির শরদ পওয়ার এবং শিব সেনার উদ্ধব ঠাকরে শিবির৷ উদ্ধব শিবির চাইছে বিধানসভায় তাঁদের দলের নেতাকেই মুখ্যমন্ত্রীর মুখ করে এগোক আগাড়ি৷ অন্যদিকে এনসিপির শরদ শিবির কাউকেই মুখ করার পক্ষে নয়৷ এনসিপির রাজ্য সভাপতি জয়ন্ত পাতিল, জোটের শরিকদের উদ্দেশে দুটি দাবি জানিয়েছেন৷ এক, কোনও দল নিজেদের মতো আগে থেকে কত আসনে লড়াই করবে, সেটা ঘোষণা করবে না৷ দুই কাউকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হবে না৷
এর ঠিক উলটো সুরে কথা বলছেন উদ্ধব শিবিরের নেতারা৷ সঞ্জয় রাউত স্পষ্ট বলছেন, “মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কারও নাম না ঘোষণা করাটা বিরাট বড় ভুল হবে৷ আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা উচিত৷” সরাসরি উদ্ধবের নাম প্রস্তাব না করলেও তাঁর বক্তব্য, ‘২০১৯ থেকে ২০২২ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন দারুন কাজ করেছেন উদ্ধব৷ বস্তুত শিব সৈনিকরা স্পষ্ট করে দিচ্ছেন, উদ্ধবকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করা হোক৷ তাতে আপত্তি আছে শরদ শিবিরের৷ কংগ্রেস এখনও নীরব৷ সব মিলিয়ে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরুর আগেই সমস্যায় বিরোধী জোট৷
উল্লেখ্য, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে অভাবনীয় সাফল্য পেয়েছে বিরোধী জোট মহা বিকাশ আগাড়ি৷ ৪৮ আসনের মধ্যে আগাড়ির দখলে এসেছে ৩০ আসন৷ বিজেপি জোট পেয়েছে মাত্র ১৭ আসন৷ কিন্ত্ত লোকসভাতেও বিরোধী শিবিরের জোট মসৃণ ছিল না৷ বিধানসভায় সেটা না হলে সমস্যা আরও বাড়তে পারে৷ যা নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি৷ মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়ক বলছেন, ‘লোকসভায় বেশি আসন পেয়ে ওরা নিজেদের মধ্যে দড়ি টানাটানি শুরু করে দিয়েছে৷’