কিয়েভ, ২৭ জুন– যে সদস্যপদের কারণেই রাশিয়া আড়াই বছর আগে আক্রমণ হানে ইউক্রেনের ওপর৷ অবশেষে সেই সদস্যপদই পেতে চলেছে ইউক্রেন৷ আড়াই বছর ধরে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য হতে চলেছে ইউক্রেন৷ মঙ্গলবার ইইউ কমিশন ইউক্রেন ও মলদোভার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছিল৷ বুধে তা ‘ইতিবাচক’ হয়েছে বলে জানা গিয়েছে৷
প্রায় দু’বছর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ইইউ-র সদস্যপদ পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন৷ সংগঠনের ‘এগজিকিউটিভ’ শাখা ইউরোপীয় কমিশন ইউক্রেনের ইইউ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এর পর সবুজ সঙ্কেত দিয়েছিল৷ বেলজিয়মের ব্রাসেলসে ইইউ-এর সদস্য দেশগুলির সাধারণ অধিবেশনে এই প্রক্রিয়া নিয়ে বিশদে কয়েক দফা আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে৷
পূর্বতন সোভিয়েত ইউনিয়নের তিন দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া আগেই ইইউ-তে যোগ দিয়েছে৷ এবার ইউক্রেনের পাশাপাশি মলডোভাও আবেদনের ভিত্তিতে সদস্যপদ লাভের পথে অগ্রসর হল৷ প্রসঙ্গত, ইইউ-র পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও ইউক্রেনের আবেদন এখন বিবেচনাধীন৷