নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ২৬ জুন: আবার বিকাশ ভবনে হানা দিল সিবিআই। সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার দুপুরে সিবিআই-এর তদন্তকারী আধিকারিক-সহ একটি দল বিকাশ ভবনে আসে। সিবিআই অভিযান শুরুর পরেই উত্তর থানার পুলিশ এসে পৌঁছয় বিকাশ ভবনে। তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে। আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনের একটি গুদাম সিল করে দিয়েছিল সিবিআই। বুধবার সেই গুদামে আবার গিয়েছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সন্ধ্যায় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয়ে গিয়েছিল সিবিআই-এর তদন্তকারী দল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সে সময় তদন্তকারীরা বিকাশ ভবনের ছ’তলায় রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ঘরে গিয়েছিলেন। সেখানে তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সঙ্গে সংগ্রহ করা হয়েছিল কিছু প্রয়োজনীয় নথি। পাশাপাশি, ওই গুদামে গিয়েছিলেন তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি ২০২২ সালে ২৩ ডিসেম্বর সিল করে সিবিআই।
সিবিআই সূত্রে সে সময় জানা যায়, নিয়োগ-মামলায় ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করতেই বিকাশ ভবনে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।