• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

নিটেই ৩০০ কোটির ঘরে পেঁৗছানোর পরিকল্পনা ছিল বিজেন্দরের,  কবুল মাফিয়ার

দিল্লি, ২৫ জুন– এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে৷ গ্রেস মাক্সের হদিশ পেতে গিয়ে নিট-ইউজি ২০২৪ পরীক্ষা নিয়ে বেরিয়ে এল একেবারে টাটা-অম্বানী হওয়ার স্বপ্নের ইতিকথা৷ একেবারে ৩০০ কোটির ঘরে পেঁৗছানোর পরিকল্পনা৷ তদন্তকারীরা বলছেন প্রশ্নফাঁস করে ৩০০ কোটি টাকা রোজগারের ধান্দা ছিল চক্রীদের৷ তবে তদন্তকারীরা একথা বলছেন খোদ মাফিয়া চক্রের এক পান্ডার মুখের কথা শোনার পর৷

দিল্লি, ২৫ জুন– এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে৷ গ্রেস মাক্সের হদিশ পেতে গিয়ে নিট-ইউজি ২০২৪ পরীক্ষা নিয়ে বেরিয়ে এল একেবারে টাটা-অম্বানী হওয়ার স্বপ্নের ইতিকথা৷ একেবারে ৩০০ কোটির ঘরে পেঁৗছানোর পরিকল্পনা৷ তদন্তকারীরা বলছেন প্রশ্নফাঁস করে ৩০০ কোটি টাকা রোজগারের ধান্দা ছিল চক্রীদের৷ তবে তদন্তকারীরা একথা বলছেন খোদ মাফিয়া চক্রের এক পান্ডার মুখের কথা শোনার পর৷
দেশের বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস মাফিয়া চক্রের এক পান্ডা খোদ নিজের মুখে স্টিং অপারেশনে জানিয়েছেন, নিট কেলেঙ্কারিতে আনুমানিক ৭০০ পরীক্ষার্থীর কাছ থেকে দু-তিনশো কোটি টাকা কামানোর লক্ষ্য নেওয়া হয়েছিল৷ যদিও বিজেন্দর গুপ্তা নামে মাফিয়া চক্রের ওই পান্ডার হদিও এখনও পায়নি তদন্তকারীরা৷ তবে দূর্নীতিতে বিজেন্দর কতটা সিদ্ধহস্ত এবং বেপরওয়া তাই বলে দিয়েছে সে নিজেই৷ যে নিট দুর্নীতি নিয়ে এত জলঘোলা হচ্ছে, আদালত সজ্ঞান নিচ্ছে প্রতিটি পদক্ষেপের৷ এমনকী তদন্তকারীরা এই মামলায় তেড়েফুড়ে লেগেছে তাতে কিছুই হবে না জানিয়েছে বিজেন্দর৷ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র স্টিং ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলেন, ’জেল যায়েঙ্গে, ফির বেল (জামিনে মুক্তি), অউর ফির শুরু হোগা খেল৷’ অর্থাৎ জেল যাব, তারপর বেলে আবার মুক্ত৷
ইন্ডিয়া টুডে নিট পরীক্ষার দুর্নীতির অনুসন্ধানে একটি বিশেষ তদন্তদল তৈরি করেছে৷ এই অনুসন্ধানী সাংবাদিকদল এখন তন্নতন্ন করে নেপথ্য কাহিনি খুঁজে বেড়াচ্ছে৷ তারাই বিজেন্দর গুপ্তা নামে চক্রের এক মাথাকে বের করে স্টিং অপারেশন চালায়৷
বিজেন্দরই খোলামেলাভাবে প্রশ্নফাঁসের যাবতীয় কীর্তি ফাঁস করেন৷ বিজেন্দর নিজেও একাধিক প্রশ্নফাঁস কাণ্ডে জডি়ত ও অভিযুক্ত৷ পুলিশ দুবার তাঁকে গ্রেফতার করলেও আইনের ফাঁক গলে বেরিয়ে গিয়েছেন সহজেই৷ গত মার্চ মাস থেকে তাঁর একটা ভিডিও ভাইরাল হয়েছিল৷ তাতে বলা ছিল নিট-ইউজির প্রশ্ন ফাঁস হতে পারে৷
তবে শুধু নিট-ইউজি নয়, এই গুপ্তা নাকি গত ২৪ বছর এই ব্যবসায় হাত পাকিয়েছে৷ তার নানান কীর্তির মধ্যে রয়েছে ২০২৩ সালে ওডি়শা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার প্রশ্নফাঁস৷ বিহার পুলিশ সার্ভিস কমিশন এবং মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্নফাঁস৷
তার কথায় উঠে এসেছে ভারতের সর্ববৃহৎ প্রশ্নফাঁস চক্রের মাফিয়া বেদি রামের সহকারি হিসেবে কাজ করার কথাও৷ সেই বেদি রাম এখন উত্তরপ্রদেশের জৌনপুরের বিধায়ক, বলেন বিজেন্দর৷
সঞ্জীব মুখিয়া সম্পর্কে তিনি জানান, প্রশ্নফাঁস চক্রে তাঁর বছর দশেকের অভিজ্ঞতা আছে৷ ও সবসময় কানে ব্লু টুথ সেট লাগিয়ে রাখে৷ ৫৮ বছর কাছাকাছি মুখিয়ার বয়স৷ ৩০ কোটি টাকার মতো বাজারে ধার আছে৷ কিন্ত্ত কোনওদিন এই চক্র ছাডে়নি৷ মুখিয়ার ছেলে শিব ইতিমধ্যেই জেলে ঢুকেছে৷ নিট পরীক্ষার প্রশ্নফাঁসেও হাত আছে তার৷ কাউকে কতদিন আর গারদের ওপারে রাখা যায়!