• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ইস্পাত আমদানিতে ভারত প্রথম ছিল, কিন্তু

রথীন কুমার চন্দ ইস্পাত রপ্তানিতে ভারত প্রথম ছিল বরাবর কিন্ত্ত এবছর ১.১ লক্ষ টন উৎপাদন ঘাটতির জন্য ভারত ইস্পাত আমদানি করতে বাধ্য হয়েছে৷ ভারত ২০২৪ অর্থ বর্ষে ৮.৩ লক্ষ টন আমদানি করেছে, রপ্তানি করেছে  ৭.৫ লক্ষ টন৷ ক্রাইসিলের রিপোর্ট অনুসারে আন্তর্জাতিক বাজারের দুর্বলতা ও চীনের প্রতিযোগী দামের কাছে হার মানে, সেই তুলনায় দক্ষিন কোরিয়া ও

রথীন কুমার চন্দ
ইস্পাত রপ্তানিতে ভারত প্রথম ছিল বরাবর কিন্ত্ত এবছর ১.১ লক্ষ টন উৎপাদন ঘাটতির জন্য ভারত ইস্পাত আমদানি করতে বাধ্য হয়েছে৷ ভারত ২০২৪ অর্থ বর্ষে ৮.৩ লক্ষ টন আমদানি করেছে, রপ্তানি করেছে  ৭.৫ লক্ষ টন৷ ক্রাইসিলের রিপোর্ট অনুসারে আন্তর্জাতিক বাজারের দুর্বলতা ও চীনের প্রতিযোগী দামের কাছে হার মানে, সেই তুলনায় দক্ষিন কোরিয়া ও জাপান ইস্পাত রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান ঠিক রেখেছে৷ বরং ভারত ৩৮% বেশী ইস্পাত আমদানি করেছে ২০২৪ অর্থ বর্ষে৷
২০১৭ সাল থেকে ভারত পৃথিবীর সর্ববৃহৎ ইস্পাত রপ্তানিকারক দেশ ছিল,  এখনো ভারতের ইস্পাতের অভ্যন্তরীণ  চাহিদা বেশ কিছু দেশে রয়েছে, এটি ভারতের ইস্পাত রপ্তানিকারক দেশ হিসাবে ইতিবাচক দিক৷ ভারতের ইস্পাত উৎপাদন কম হওয়ার কারণ এস্টেট সেক্টররে চাহিদা কমে যাওয়া ও ইস্পাতের ব্যবহারিক চাহিদা কমে যাওয়া, চীন ২.৪ লক্ষ টন ইস্পাত রপ্তানি করতে সমর্থ হয়েছে, দক্ষিন কোরিয়া ২.৬ লক্ষ টন ও জাপান ১.৩ লক্ষ টন ভারতে ইস্পাত রপ্তানি করেছে৷ ভিয়েতনাম ১৩০% বেশী ইস্পাত ভারতে রপ্তানি করেছে৷
প্রথম দিকে ইস্পাত রপ্তানিতে খরা থাকলেও ২০২৪ অর্থ বর্ষের দ্বিতীয় ভাগে ৩৭% বৃদ্ধি পেয়েছে মুলত ইতালি, বেলজিয়াম, নেপাল ও সৌদি আরবে৷ ইউরোপিয়ান ইউনিয়নে ৫১% রপ্তানি বৃদ্ধি পেয়েছে, সর্বত ভাবে ৩৬% রপ্তানি বেড়েছে ২০২৪ এর দ্বিতীয় ভাগে৷