• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এসবিআইয়ের ৪০০টি নতুন ব্রাঞ্চ

চলতি অর্থবর্ষে ৪০০টি নতুন ব্রাঞ্চ পাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কের নেটওয়ার্ক আরও বাড়ানোর জন্য, ব্যাঙ্কের নতুন প্ল্যানের কথা জানিয়েছেন চেয়ারম্যান দীনেশ কুমার খারা৷ এর আগের অর্থবর্ষে, দেশের বৃহত্তম ঋণদাতা এই ব্যাঙ্ক ভারতে মোট ১৩৭টি ব্রাঞ্চ খুলেছিল৷ এর মধ্যে গ্রামীণ এলাকার জন্য বরাদ্দ ছিল মোট ৫৯টি ব্রাঞ্চ৷এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গেই এসবিআই চেয়ারম্যান

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিস বিল্ডিং। (Photo: iStock)

চলতি অর্থবর্ষে ৪০০টি নতুন ব্রাঞ্চ পাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কের নেটওয়ার্ক আরও বাড়ানোর জন্য, ব্যাঙ্কের নতুন প্ল্যানের কথা জানিয়েছেন চেয়ারম্যান দীনেশ কুমার খারা৷ এর আগের অর্থবর্ষে, দেশের বৃহত্তম ঋণদাতা এই ব্যাঙ্ক ভারতে মোট ১৩৭টি ব্রাঞ্চ খুলেছিল৷ এর মধ্যে গ্রামীণ এলাকার জন্য বরাদ্দ ছিল মোট ৫৯টি ব্রাঞ্চ৷এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গেই এসবিআই চেয়ারম্যান বলেছেন, কেউ আমাকে জানিয়েছিলেন যে ৮৯ শতাংশ লেনদেন ডিজিটালে এবং ৯৮ শতাংশ লেনদেন শাখার বাইরে হয়, তাই আরও শাখা খোলা উচিত৷ ‌ে
বর্তমানে, ২০২৪ সাল নাগাদ, স্টেট ব্যাঙ্কের নেটওয়ার্ক সারা দেশে মোট ২২,৫৪২ ব্রাঞ্চে বৃদ্ধি পাবে৷ এছাড়াও সহায়ক সংস্থাগুলির নগদীকরণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, খারা বলেছিলেন যে তাদের তালিকায় টানার আগে, স্টেট ব্যাঙ্ক তার কাজকর্ম আরও বাড়ানোর অপেক্ষায় থাকবে৷