• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মাত্র এক বছরে বায়ু দূষণের বলি ১ লাখের বেশি শিশু, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে

দিল্লি, ২২ জুন– তীব্র দাপদাহে নাজেহাল গোটা ভারত৷ তবে শুধু ভারত কেন প্রায় বিশ্বের বহু দেশই উষ্ণায়নের সম্মুখে৷ বাতাসে ছডি়য়ে থাকা বিষের কবলে ধরিত্রি৷ যার জেরে প্রকৃতি নাজেহাল৷ প্রতিদিনই সেই বিষের পারদ ঊর্ধ্বমুখী৷ দূষণ এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে৷ যার হাত থেকে রেহাই নেই বড় থেকে ছোট কারুররই৷ বায়ু দূষণের কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন লাখ লাখ

দিল্লি, ২২ জুন– তীব্র দাপদাহে নাজেহাল গোটা ভারত৷ তবে শুধু ভারত কেন প্রায় বিশ্বের বহু দেশই উষ্ণায়নের সম্মুখে৷ বাতাসে ছডি়য়ে থাকা বিষের কবলে ধরিত্রি৷ যার জেরে প্রকৃতি নাজেহাল৷ প্রতিদিনই সেই বিষের পারদ ঊর্ধ্বমুখী৷ দূষণ এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে৷ যার হাত থেকে রেহাই নেই বড় থেকে ছোট কারুররই৷ বায়ু দূষণের কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন লাখ লাখ মানুষ৷ বায়ু দূষণের ছোবল থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও৷ ভারত ও চিন ছাড়াও যেসব দেশে বায়ুদূষণের কারণে মৃতু্যর হার বেশি সেগুলি হল পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, নাইজেরিয়া, মিশর৷
ইউনিসেফের সহযোগিতায় আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান ‘হেলথ এফেক্টস ইনস্টিটিউট’-এর একটি ভয়াবহ পরিসংখ্যান সামনে এসেছে৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, লাখ লাখ মানুষ বায়ুদূষণে সৃষ্ট দীর্ঘস্থায়ী রোগের সাথে লড়াই করছে৷ সেই রিপোর্ট বলছে, ২০২১ সালে ভারতে ১ লাখ ৬৯ হাজার ৪০০ পাঁচ বছরের কম বয়সী শিশু মৃতু্যর পিছনে দায়ী বায়ুদূষণ৷ স্টেট অফ গ্লোবাল এয়ার ২০২৪-এর রিপোর্টে এই তথ্য সামনে এসেছে৷ এর অর্থ হল প্রতিদিন গডে় ভারতে ৪৬৪ শিশুর মৃতু্য হয় বায়ুদূষণের ফলে সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে৷
২০২১ সালে বায়ুদূষণ সম্পর্কিত কারণে বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী ৭ লাখের বেশি শিশুর মৃতু্য হয়৷ সারা বিশ্বে এই বয়সী শিশুদের মৃতু্যর প্রধান কারণ ‘অপুষ্টির’ পরই ‘বায়ুদূষণ’ দ্বিতীয় শীর্ষস্থানীয় ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে৷ মারা যাওয়া এই শিশুদের মধ্যে প্রায় ৫ লাখ শিশুর মৃতু্য হয়েছে আফ্রিকা ও এশিয়ায় বিভিন্ন দেশে; দূষিত জ্বালানি ব্যবহার করে ঘরের ভেতরে রান্না করাই ছিল এই বায়ুদূষণের কারণ৷
হেলথ এফেক্টস ইনস্টিটিউটের প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে বায়ু দূষণের কারণে বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ ২০২১ সালে এই বয়সসীমার সাত লাখেরও বেশি শিশুর মৃতু্য হয়েছে৷ প্রতিবেদনে বলা হয়, পিএম২.৫ নামক ক্ষুদ্র কণাই বিশ্বব্যাপী বায়ু দূষণের ৯০ শতাংশেরও বেশি মৃতু্যর জন্য দায়ী৷ এই কণা রক্তপ্রবাহে প্রবেশ করে সারা শরীর জুডে় অঙ্গপ্রত্যঙ্গগুলোকে প্রভাবিত করতে পারে৷ এই কণাগুলো শুধু ফুসফুসের রোগই নয়, হূদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ডিমেনশিয়া এবং গর্ভপাতের সাথে জডি়ত বলে প্রমাণিত হয়েছে৷পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে পারে৷
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে গোটা বিশ্বে বায়ুদূষণের কারণে মৃৎয়ু হয়েছে ৮১ লাখ মানুষের৷ তালিকায় শীর্ষে রেছে চিন৷ দ্বিতীয় স্থানে রয়েছে ভারত৷ ২০২১ সালে বায়ুদূষণ জনিত কারণে ভারতে পাঁচ বছরের কম বয়সী ১,৬৯,৪০০ শিশুর মৃতু্য হয়েছে৷ তালিকায় এর পরেই আছে নাইজেরিয়া এবং পাকিস্তানের নাম৷ যেখানে শিশুমৃতু্যর সংখ্যা ১,১৪,১০০ এবং ৬৮,১০০৷ ইথিওপিয়া এবং বাংলাদেশে মৃতু্যর সংখ্যা ৩১,১০০ এবং ১৯,১০০৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে ২০২১ সালে বায়ুদূষণের কারণে মৃতু্যর সংখ্যা পূর্ববর্তী বছরগুলির তুলনায় অনেকটাই বেডে়ছে৷ চিন ও ভারতে বায়ুদূষণের কারণে ২০২১ সালে মৃতু্য হয়েছে ২৩ লাখ ও ২১ লাখ মানুষের৷ এই সংখ্য়া বিশ্বজুডে় বায়ুদূষণে মোট মৃতু্যর ৫৪ শতাংশ৷ ২০২১ সালে বিশ্বজুডে় যত মৃতু্য হয়েছে তার মধ্যে১২ শতাংশই মৃতু্যর পিছনে রয়েছে বায়ু দূষণ৷