নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতায় মেন রাস্তায় শুরু হবে পাইপ লাইন বসানোর কাজ৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বেহালার সন্তোষ রায় রোড৷ জানা যাচ্ছে, উক্ত দিনগুলিতে ওই রাস্তায় কোনও গাড়ি চলাচল করবে না৷ বদলে যাবে দৈনন্দিন বাস চলাচলের রুট৷ ভোগান্তি পোহাতে হবে নিত্যযাত্রীদের৷
দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে বেহালা সংযোগের প্রধান রাস্তা এই সন্তোষ রায় রোড৷ দিনভর নানা ধরণের গাড়ি সহ মালবাহী গাড়িও চলাচল করে ওই রাস্তা দিয়ে৷ কিন্ত্ত পাইপ লাইনের কাজ চলার দরুণ বিকল্প রুট দিয়ে যানবাহনগুলিকে যাতায়াত করতে হবে৷ কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘বেহালার সন্তোষ রায় রোডে পাইপ লাইনে কাজ করা হবে৷ সেই কারণে, অনির্দিষ্টকালের জন্য এই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হচ্ছে৷’ ফলস্বরূপ দৈনন্দিন বাসের রুট পরিবর্তিত হবে৷ S31, AC31, SD4/1, সারদা পার্ক থেকে আনন্দপুর পর্যন্ত মিনিবাস সহ ছোটো-বড় গাড়ি গুলিকে মতিলাল গুপ্ত সরণি দিয়ে ডায়মন্ড হারবার রোড দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে৷ শুক্রবার থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে৷
বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা সহ পাশ্ববর্তী বেশ কিছু এলাকা৷ দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তায় অনেকদিন ধরে জল জমে থাকতে দেখা যায়৷ সেই কারণে বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থা সঠিক রাখতে একাধিক রাস্তায় ভূগর্ভস্থ পাইপ লাইনের কাজ শুরু হয়েছে৷ কলকাতা পৌরসভা সূত্রে খবর, শহরের ম্যানহোল গুলি থেকে নিয়মিত পলি তোলা হচ্ছে৷ এখনও পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ ম্যানহোল পরিষ্কার করা হয়েছে৷