• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

জল থৈ থৈ, ভোগান্তির মুখে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি– বৃষ্টি শুরু হলেই সম্পূর্ণ এনজিপি স্টেশনের পার্কিং চত্বর ভরে যায় জলে৷ আর তার ফলেই চরম সমস্যার সন্মুখীন হন যাত্রীরা৷ বছরের পর বছর অতিক্রান্ত হলেও পার্কিং চত্বরের জমা জলের সমস্যা এখনও সমাধান হয়নি৷ যাত্রীদের অভিযোগ, স্টেশন থেকে টিকিট কাউন্টার অনেক দূরে৷ আর সে কারণেই অনেকটা জল ডিঙিয়ে প্রবেশ করতে হয় স্টেশনে৷ তার ফলে ভিতরে

নিজস্ব প্রতিনিধি– বৃষ্টি শুরু হলেই সম্পূর্ণ এনজিপি স্টেশনের পার্কিং চত্বর ভরে যায় জলে৷ আর তার ফলেই চরম সমস্যার সন্মুখীন হন যাত্রীরা৷ বছরের পর বছর অতিক্রান্ত হলেও পার্কিং চত্বরের জমা জলের সমস্যা এখনও সমাধান হয়নি৷ যাত্রীদের অভিযোগ, স্টেশন থেকে টিকিট কাউন্টার অনেক দূরে৷ আর সে কারণেই অনেকটা জল ডিঙিয়ে প্রবেশ করতে হয় স্টেশনে৷ তার ফলে ভিতরে প্রবেশ করার সময় ব্যাগ থেকে শুরু করে সমস্ত জামা-কাপড়ে ছিটকে যাচ্ছে কাদা৷

যদিও প্রশাসনের কোনও হেলদোল নেই এ বিষয়ে৷ এদিকে টিকিট কাউন্টারের সামনেও জমে থাকছে জল৷ পার্কিং এলাকায় জল জমে থাকার কারণে যেখান সেখান থেকে যাত্রী তুলছে চালকেরা৷ ফলে সৃষ্টি হচ্ছে যানজটের৷ এনজিপি স্টেশনের এক আরপিএফ কর্মী বলেন, ‘‘বাইরে ট্রাফিক পুলিশ থাকাটা খুব জরুরী৷ যেখানে সেখানে গাড়ি দাঁড়লে আমরা শুধু সাবধান করতে পারি৷ কিন্ত্ত একমাত্র ট্রাফিক পুলিশই ব্যবস্থা গ্রহণ করতে পারে৷’’