তাজিকিস্তান, ২১ জুন– পোশাক সহ অন্যান্য নিয়ম নিয়ে নতুন আইন তৈরি করা হল মুসলিম অধু্যষিত তাজিকিস্তানে৷ আফানিস্তানের সীমান্ত ঘেঁষা এই দেশে এবার হিজাব পরা বা লম্বা দাড়ি রাখা নিয়ে ঘোরতোর আপত্তি৷ হিজাব ও দাড়ি ছাড়াও তাজিকিস্তানের সাংসদরা ইদের দিন শিশুদের রাস্তায় বেরিয়ে উদযাপনে নিষেধাজ্ঞা প্রদান করেছেন৷
মধ্য এশিয়ার দেশ এই দেশে হিজাবকে ‘এলিয়েন গার্মেন্ট’ বা বিদেশি পোশাক বলে অভিহিত করা হয়েছে৷ সংসদের নিম্নকক্ষে আগেই পাশ হয়েছিল বিল, পরেও উচ্চকক্ষও তাতে সম্মতি দেয়৷ গত ৮ মে লোয়ার চেম্বারে (নামোয়াংডাগন) বিল পাশ হয়৷ সেখানে মূলত হিজাব ও ইসলামিক পোশাকের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল৷ তাজিক সংবাদমাধ্যম থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, আইনে বলা হয়েছে, শিশুদের পড়াশোনা নিশ্চিত করতে হবে৷ পাশাপাশি সুরক্ষার দিকেও নজর দিতে হবে৷ সে দেশের সংস্কৃতি, শিক্ষক ও ছাত্রদের ভূমিকার কথাও বলা হয়েছে আইনে৷
তাজিকিস্তানের ৯৬ শতাংশেরও বেশি মানুষ মুসলিম৷ ২০০৯ সাল থেকে সেদেশের সরকারি ধর্ম ইসলাম৷ তবে এরই পাশাপাশি অন্যান্য ধর্মপালনের পূর্ণ স্বাধীনতাও দিয়েছে তাজিক প্রশাসন৷ সরকারি ভাবে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত সবে নেওয়া হলেও বহু বছর ধরেই তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ৷ তবে তাতে কোনও সরকারি সিলমোহর ছিল না৷ পাশাপাশি বড় দাডি় রাখাও সেদেশে কার্যত নিষিদ্ধই৷ এই আইন না মানলে অর্থাৎ হিজাব বা অন্য কোনও নিষিদ্ধ পোশাক পরে শাস্তি হিসেবে দিতে হবে মোটা টাকা জরিমানা৷ তাজিক মুদ্রায় (সোমোনি) ৭,৯২০ টাকা থেকে ৩৯,৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে৷ সরকারি আধিকারিক ও ধর্মগুরুদের ক্ষেত্রে জরিমানা হতে পারে আরও বেশি৷ আইন ভাঙলে ৫৪,০০০ থেকে ৫৭,৬০০ সোমোনি জরিমানা দিতে হবে৷
হিজাব ও লম্বা দাডি় নিয়ে আগেও ছিল নিষেধাজ্ঞা৷ এবার তা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হল৷ তাজিকিস্তান সে দেশের জাতীয় পোশাক পরার ক্ষেত্রেই গুরুত্ব দিচ্ছে৷