• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

চরম পরিণতি নিয়তির, বাঁকুড়ায় বাঁধ তৈরির সময় মাটি চাপা পড়ে মৃত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: বাঁধ তৈরির সময় মাটিতে ধস নেমে মৃতু্য হল এক শ্রমিকের৷ আহত হয়েছেন আরও ২ জন শ্রমিক৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকায়৷ মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ৷ পরে পুলিশ মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে৷

নিজস্ব প্রতিনিধি: বাঁধ তৈরির সময় মাটিতে ধস নেমে মৃতু্য হল এক শ্রমিকের৷ আহত হয়েছেন আরও ২ জন শ্রমিক৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকায়৷ মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ৷ পরে পুলিশ মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য দেহ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম নিয়তি মান্ডি৷ তাঁর বাড়ি যাদুরবনকাটা গ্রামে৷ গুরুতর আহত দুই শ্রমিকের নাম কবিতা মুর্মু এবং দিপালী সোরেন৷ ঘটনার পর ধসের মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায় এলাকাবাসী৷ পরে অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়৷

উল্লেখ্য, বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকায় একটি জোড়ের (ছোট নদী) উপর চেক ড্যাম তৈরির উদ্যোগ নেয় প্রশাসন৷ সেই মতো বরাত পাওয়ায় নদী সংলগ্ন পাড়ের মাটি কেটে চেক বাঁধ তৈরির কাজ শুরু করে একটি ঠিকাদার সংস্থা৷ আজ সকাল থেকেই চলছিল কাজ৷ হঠাৎই পাড়ের মাটি শ্রমিকদের উপর ধসে পড়ে৷ মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিয়তির মৃতু্য হয়৷ ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়রা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন৷ কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ৷ তারপরই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় খাতড়া থানার পুলিশ৷