রোম, ১৮ জুন – ভাগ্য ফেরাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিবাসীরা। অভিবাসীদের নিয়ে নৌকাগুলি লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করে। ছিলেন পাকিস্তান, সিরিয়া, মিশর ও বাংলাদেশের নাগরিকেরা। সঙ্গে ছিল শিশুরাও। কিন্তু মাঝপথে হঠাৎই দুর্ঘটনা। ভূমধ্যসাগর সংলগ্ন ইটালির উপকূলে জোড়া নৌকাডুবিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের।শেষ পাওয়া খবরে নিখোঁজ ৬৪। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রসংঘের তরফে। জানা গিয়েছে, এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁরা প্রত্যেকেই অভিবাসী।