• facebook
  • twitter
Friday, 18 October, 2024

খরচ করেও শেষ হচ্ছে না টাকা, কী করব প্রশ্ন প্রযুক্তিবিদ দম্পতির

বেঙ্গালুরু, ১৮ জুন– টাকা এমন এক বস্তু যা বেশি হলেও জালা আবার কম হলেও জালা৷ এমনই এক সমস্যায় পড়েছেন বেঙ্গালুরুর এক দম্পতি৷ স্বামী-স্ত্রী মিলে মাসে এত টাকা আয় করছেন, যে তাই নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না! হ্যাঁ, ঠিকই পডে়ছেন৷ আর তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও করেছেন তাঁরা৷ তার পরেই ভাইরাল হয়েছে তাঁদের এই ‘সমস্যা’৷

বেঙ্গালুরু, ১৮ জুন– টাকা এমন এক বস্তু যা বেশি হলেও জালা আবার কম হলেও জালা৷ এমনই এক সমস্যায় পড়েছেন বেঙ্গালুরুর এক দম্পতি৷ স্বামী-স্ত্রী মিলে মাসে এত টাকা আয় করছেন, যে তাই নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না! হ্যাঁ, ঠিকই পডে়ছেন৷ আর তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখিও করেছেন তাঁরা৷ তার পরেই ভাইরাল হয়েছে তাঁদের এই ‘সমস্যা’৷
ওই তরুণ বলেছেন, তিনি এবং তাঁর স্ত্রী ট্যাক্স দেওয়ার পরেও দু’জনে মিলে প্রতি মাসে ৭ লক্ষ টাকা রোজগার করেন৷ এর পরেও বার্ষিক বোনাস যোগ হয়৷ তাঁদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি এই টাকা৷ ফলে তাঁরা তা ব্যয় করতে পারছেন না৷ উদ্বৃত্ত অর্থ দিয়ে কী করবেন, বুঝতেও পারছেন না৷ বছর তিরিশের ওই তরুণ এবং তাঁর স্ত্রী দুজনেই বেঙ্গালুরুতে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন৷ তাঁদের কোনও সন্তান নেই৷ তাঁরা প্রতি মাসে বেতনের একটি মোটা অংশ, ২ লক্ষ টাকা সঞ্চয় করেন৷ এর পরে দৈনিক জীবনযাপনের খরচ, সোসাইটিতে থাকার খরচ, গাডি়র রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য বিষয়ে হাত খুলে খরচ করার পরেও, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ লক্ষ টাকারও বেশি অবশিষ্ট থেকে যাচ্ছে৷
সোশ্যাল অ্যাপ গ্রেপভাইনে এই পোস্ট করার পর থেকেই কমেন্টের বন্যা বয়ে গেছে সেখানে৷ কেউ বলছেন, আমায় দত্তক নিন, কেউ বলেছেন আমাকে কিছু টাকা দিন৷ কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন ভ্রমণ করার, আরও বিনিয়োগ করার, বাডি় কেনার৷ অনেকে আবার চ্যারিটি করার কথাও বলেছেন৷