• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

০.০০১ শতাংশ গাফিলতি হলেও শিকার করুন, কেন্দ্র ও নিয়ামক সংস্থাকে ভৎর্‌সনা শীর্ষ আদালতের

পরীক্ষার্থী যদি জাল-জুয়াচুরি করে ডাক্তার হয়, তাহলে তা সমাজের পক্ষে বিরাট ক্ষতিকর: বিচারপতি ভাটি দিল্লি, ১৮ জুন– দেশের শীর্ষ আদালত বলছে লক্ষ লক্ষ পড়ুয়ার কঠিন সাধ্যসাধনার দিকে তাকিয়ে বলা যায়, যদি নিট পরীক্ষায় ০.০০১ শতাংশও ঘাটতি বা গাফিলতি হয়ে থাকে, সে বিষয়ে গুরুত্বের সঙ্গে সেদিকে দৃষ্টিপাত করা হোক৷ এই মামলার শুনানি চলাকালীন কড়া সুরে বিচারপতি জানালেন,

পরীক্ষার্থী যদি জাল-জুয়াচুরি করে ডাক্তার হয়, তাহলে তা সমাজের পক্ষে বিরাট ক্ষতিকর: বিচারপতি ভাটি
দিল্লি, ১৮ জুন– দেশের শীর্ষ আদালত বলছে লক্ষ লক্ষ পড়ুয়ার কঠিন সাধ্যসাধনার দিকে তাকিয়ে বলা যায়, যদি নিট পরীক্ষায় ০.০০১ শতাংশও ঘাটতি বা গাফিলতি হয়ে থাকে, সে বিষয়ে গুরুত্বের সঙ্গে সেদিকে দৃষ্টিপাত করা হোক৷ এই মামলার শুনানি চলাকালীন কড়া সুরে বিচারপতি জানালেন, ‘বাচ্চারা দীর্ঘদিন ধরে প্রস্তুতির পর এই পরীক্ষায় বসেছে৷ ফলে তাদের পরিশ্রমকে আমরা কোনওভাবেই অবহেলা করতে পারি না৷’ মঙ্গলবার কেন্দ্র ও নিয়ামক সংস্থাকে একপ্রকার ভৎর্‌সনা করেই নোটিস ধরাল সুপ্রিম কোর্ট৷
নিট পরীক্ষা বিতর্কে মঙ্গলবার সুপ্রিম কোর্ট নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারকে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ফের নোটিস জারি করে৷ ডাক্তারি পড়তে ইচ্ছুক পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের দেশজুডে় বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের মত, এই পরীক্ষায় যদি সামান্যতম ত্রুটিও হলেও তার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত৷
যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে স্বীকার করুন, এভাবেই কেন্দ্র ও এনটিএ-কে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট৷ বিচারপতি বিক্রম নাথ এবং এসভি ভাট্টির অবসরকালীন বেঞ্চ একটি রিট আবেদনের শুনানিতে আগের বিচারপতিদের বেঞ্চের মতোই একই উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি নিট-ইউজি ২০২৪ পরীক্ষায় ০.০০১ শতাংশও গাফিলতি থেকে থাকে তাহলে পদক্ষেপ প্রয়োজন৷ পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম এবং কিছু পরীক্ষার্থীকে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে৷ বিচারপতি ভাট্টি আরও বলেন, এ ব্যাপারে এনটিএকে সদর্থক পদক্ষেপ করতে হবে এবং কোথাও বিন্দুমাত্র কোনও ত্রুটি আছে কিনা তা স্বীকার করতে হবে৷ তবেই মানুষের মধ্যে নিট পরীক্ষা সম্পর্কে আস্থা ফিরে আসবে৷ আমরা অনেক কিছু ব্যবস্থা নিতে পারি৷ কিন্ত্ত এখন ছুটি থাকায় আমরা ধীরে প্রতিক্রিয়া দিচ্ছি৷ বিচারপতি নাথ কেন্দ্র এবং এনটিএকে মৌখিকভাবে আরও বলেন, আমরা সময়ের মধ্যে আপনাদের পদক্ষেপ দেখতে চাই৷
কেন্দ্রীয় সরকার এবং এনটিএ-র পক্ষে আইনজীবী কানু আগরওয়াল ও বর্ধমান কৌশিককে মৌখিকভাবে আদালত বলে, যদি এক্ষেত্রে কোনও তরফে ০.০০১ শতাংশও গাফিলতি হয়ে থাকে, তাহলেও তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত৷ বিচারপতি ভাট্টি আরও বলেন, একজন পরীক্ষার্থী যদি জাল-জুয়াচুরি করে ডাক্তার হয়, তাহলে তা সমাজের পক্ষে বিরাট ক্ষতিকর৷ অত্যন্ত কঠিন এই পরীক্ষায় পাশ করার জন্য মাসের পর মাস ধরে কঠিন পরিশ্রম করেছে সকলে৷ তাদের বক্তব্যের মূল্য দেওয়া উচিত৷