• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রিস্ক ম্যানেজমেন্টে আরবিআই-ই সেরা, লন্ডন থেকে এল পুরস্কার

দিল্লি, ১৮ জুন– রিস্ক ম্যানেজমেন্টে আরবিআই-ই সেরা৷ তারই স্বীকৃতি স্বরূপ এবার লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং তরফে দেওয়া হল বিশেষ পুরস্কার৷ লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং ২০২৪ সালে ‘রিস্ক ম্যানেজার অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার দিয়েছে আরবিআই-কে৷ আরবিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মনোরঞ্জন মিশ্র এই পুরস্কার গ্রহণ করেছেন৷ আরবিআই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তথ্য প্রকাশ করেছে৷ পোস্টে বলা হয়েছে, রিস্ক ম্যানেজমেন্টের জন্য

দিল্লি, ১৮ জুন– রিস্ক ম্যানেজমেন্টে আরবিআই-ই সেরা৷ তারই স্বীকৃতি স্বরূপ এবার লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং তরফে দেওয়া হল বিশেষ পুরস্কার৷ লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং ২০২৪ সালে ‘রিস্ক ম্যানেজার অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার দিয়েছে আরবিআই-কে৷ আরবিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মনোরঞ্জন মিশ্র এই পুরস্কার গ্রহণ করেছেন৷ আরবিআই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তথ্য প্রকাশ করেছে৷ পোস্টে বলা হয়েছে, রিস্ক ম্যানেজমেন্টের জন্য এই পুরস্কার পেয়েছে আরবিআই৷ উল্লেখ্য, আরবিআই-এর সুদের হার পরিবর্তন না করার সিদ্ধান্তের ফলে কিছু সেক্টর অসাধারণ বৃদ্ধি দেখা যাচ্ছে৷ ব্যাংকিং, ফিনান্স, অটো এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে শেয়ারে ৯.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে৷ আরবিআই রেপো রেট ৬.৫ শতাংশই বজায় রেখেছে৷
এদিকে, আরবিআই প্রতারণা আটকাতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে৷ সম্প্রতি আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি ক্রমশ বাড়ছে৷ সেই সব বিষয় নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি৷ তিনি জানিয়েছেন, আরবিআই একটি ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করার প্রস্তাব করেছে, যা নজরদারি চালাবে৷ সূত্রের খবর, এই কমিটির চেয়ারম্যান হতে পারেন অভয় হোতা, যিনি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার প্রথম সিইও৷