• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘অপয়া’ কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

মুম্বই, ১৮ জুন– অবশেষে ভোটফলের ‘অপয়া’ শব্দটি কাটিয়ে চাঙ্গা হল শেয়ার বাজার৷ লোকসভা নির্বাচনের ফলের দিন যেভাবে শেয়ার বাজারে ভরাডুবি দেখা গিয়েছিল এবার তা কিছু হলেও পার করতে সক্ষম হল দালাল স্ট্রিট৷ সোমবার বন্ধ থাকার পর মঙ্গলবার বাজার খুলতেই দেখা যায় রেকর্ড গডে়ছে নিফটি৷ একলাফে সেনসেক্স বাড়ল ৩০০ পয়েন্টেরও বেশি৷ অন্যদিকে নিফটি পেরিয়ে গেল ২৩

মুম্বই, ১৮ জুন– অবশেষে ভোটফলের ‘অপয়া’ শব্দটি কাটিয়ে চাঙ্গা হল শেয়ার বাজার৷ লোকসভা নির্বাচনের ফলের দিন যেভাবে শেয়ার বাজারে ভরাডুবি দেখা গিয়েছিল এবার তা কিছু হলেও পার করতে সক্ষম হল দালাল স্ট্রিট৷ সোমবার বন্ধ থাকার পর মঙ্গলবার বাজার খুলতেই দেখা যায় রেকর্ড গডে়ছে নিফটি৷ একলাফে সেনসেক্স বাড়ল ৩০০ পয়েন্টেরও বেশি৷ অন্যদিকে নিফটি পেরিয়ে গেল ২৩ হাজার ৫০০৷
আন্তর্জাতিক বাজার থেকেই সংকেত মিলেছিল এবার দেশীয় বাজারেও সেই জোয়ারের ঢেউ পৌঁছবে৷ এই সংকেত যে অমূলক নয়, তা পরিষ্কার হয়ে গেল মঙ্গলবারই৷ দেখা গিয়েছে সেনসেক্স বাড়ল ৩৩৪.০৩ পয়েন্ট৷ অন্যদিকে এনএসই নিফটি৫০ ১০৮.২৫পয়েন্ট বেডে় হল ৭৭ হাজার ৩২৬.৮০৷ দুটিই সাম্প্রতিক কালের হিসেবে নজির৷
সেনসেক্স সংস্থাগুলির মধ্যে টেক মাহিন্দ্রা, ইনফোসিস, ভারতী এয়ারটেল, হিন্দুস্তান ইউনিলিভার, উইপ্রো, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সবচেয়ে বেশি লাভ করেছে৷ তবে মারুতি, কোটাক মাহিন্দা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের স্টক পতনের মুখে পডে়ছে৷
এনার্জি স্টক বেডে়ছে ০.৫ শতাংশ৷ এর মধ্যে শীর্ষে ওনজিসি৷ তাদের লাভ ১.২ শতাংশ৷ সরকার ১৫ জুন থেকে অপরিশোধিত জ্বালানির উপর থেকে কর ম্যাট্রিক টন পিছু ৫ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৩ হাজার ২৫০ টাকা করার পরই এই উন্নতি দেখা গিয়েছে৷ একই ভাবে উইপ্রোর স্টক একলাফে ৩ শতাংশ বেডে়ছে৷
প্রসঙ্গত, ৪ জুন, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই বড়সড় ধস নামে শেয়ার বাজারে৷ মুহূর্তে বাজার তেকে উবে যায় ৩১ লক্ষ কোটি টাকা৷ তখনই মাথায় হাত পড়ে লগ্নিকারীদের৷ হুলুস্থূল বেধে যায় রাজনীতিক মহলেও৷ বিশেষজ্ঞরা দাবি করেন, বিশেষ এক শ্রেণি শেয়ার বাজারের এই উত্থান-পতনের মাধ্যমে ফায়দা লুটতেই এক্সিট পোলের মতো খেলা খেলেছে৷ যদিও সেই অবস্থা কাটিয়ে এর পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটে৷ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের সরকার গঠন করছে বিজেপি, কেন্দ্রে বিজেপি সরকারের স্থায়িত্বই শেয়ার বাজারে স্থিতিবস্থা এনেছে৷ বাড়তে শুরু করে সূচক৷ ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার৷ এবার নয়া নজির গড়ল নিফটি৫০ ও সেনসেক্স৷