রথীন কুমার চন্দ
বিমান পরিষেবার উপর বসানো কর নিয়ে বিদেশী বিমান পরিষেবা সংস্থা গুলি যারপর নাই প্রচণ্ড ক্ষুদ্ধ৷ ভারতে আমদানিকৃত জিনিস পত্রের উপর লাগু কর পরিশোধ করলেও এ বিষয়ে তারা প্রতিবাদ জানাতে ভোলেননি৷ ভারতে যে সমস্ত বিদেশী বিমান সংস্থা বিমান পরিষেবা পরিচালনা করে, লুতফান্সা ও অনান্য আন্তর্জাতিক সংস্থা, তাদের কাজ পরিচালনার স্বার্থে তাদের দেশ থেকে এ দেশের অফিসে আমদানি করতে হয় কাজের গতি অক্ষুন্ন রাখতে৷
সেই সমস্ত আমদানিকৃত জিনিসপত্রের উপর বসানো করের জন্য তাদের অনেকটা মূল্য চোকাতে হচ্ছে, ফলত ব্যবসায় চাপ বেড়ে চলেছে৷ এদিকে ভারতের বিমান পরিষেবা শতাংশ হিসেবে ৪৫, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশী৷ এখানে দাঁড়িয়ে ভারতের মত সিংহ ভাগ বিমান পরিষেবা প্রদানকারী দেশ হিসেবে অন্যান্য দেশ ভারত থেকে ব্যবসা গোটাতে চাইছে না বা ব্যবসায় ইতি টানতে চাইছে না৷ টানাপোড়েনের মধ্যে হলেও তারা এই দেশে পরিষেবা প্রদানকারী শাখাগুলিকে সচল রাখতে চাইছে৷