• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নিউ জার্সিতে খুন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

নিউ জার্সি, ১৭ জুন –  আমেরিকার নিউ জার্সিতে নিজের আবাসনের সামনেই খুন হলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা। প্রথমে বচসা, তারপর হাতাহাতি, এরপর চলে গুলি। আক্রমণকারী এক জন ভারতীয় যুবক বলে জানিয়েছে নিউ জার্সির পুলিশ। এই ঘটনায় আহত হন আরও এক জন। গুরুতর জখম অবস্থায় ২ জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জসবীর নামে মহিলার

নিউ জার্সি, ১৭ জুন –  আমেরিকার নিউ জার্সিতে নিজের আবাসনের সামনেই খুন হলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা। প্রথমে বচসা, তারপর হাতাহাতি, এরপর চলে গুলি। আক্রমণকারী এক জন ভারতীয় যুবক বলে জানিয়েছে নিউ জার্সির পুলিশ। এই ঘটনায় আহত হন আরও এক জন। গুরুতর জখম অবস্থায় ২ জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জসবীর নামে মহিলার । হাসপাতালে চিকিৎসাধীন গগনদীপ। 

জসবীর নামে মহিলা স্বামীর সঙ্গে কয়েক বছর আগে আমেরিকায় চলে যান। সেখানে ট্রাক চালাতেন জসবীরের স্বামী। ঘটনার সময় শহরের বাইরে ছিলেন তাঁর স্বামী। ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বুধবার বছর ১৯-এর গৌরব গিলের সঙ্গে কোনও কারণে বচসায় জড়িয়ে পড়েন গগনদীপ কৌর নামে ওই তরুণী। তাঁরা পূ্র্ব পরিচিত ছিলেন । পাঞ্জাবের আইইএলটিএস কোচিং সেন্টারে প্রশিক্ষণ নিতেন তাঁরা। প্রায় একই সময়ে দুজনেই  আমেরিকায় যান। বুধবার গগনদীপ নিউ জার্সির কার্টারেতে তাঁর দিদি জসবীর কৌরের বাড়িতে যান। সেখানেই হানা দেন গৌরব। বাড়ির সামনে গগনদীপের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন তিনি। এমনকি গগনদীপকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই  সময়  জসবীরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন গৌরব। গুলি লাগে গগনদীপেরও।

মেয়ের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে প়ড়েন জসবীরের বাবা-মা। গৌরবের সঙ্গে গগনদীপের সম্পর্ক কেমন তা তাঁদের অজানা বলেই জানান তাঁরা। তাঁদের কথায়, মাস কয়েক আগে স্টাডি ভিসা নিয়ে আমেরিকায় যান গগনদীপ। নিউ জার্সিতে থাকলেও প্রায়ই দিদি জসবীরের বাড়ি যাতায়াত ছিল তাঁর। ঠিক কী কারণে এই হামলা,  কোথা থেকেই বা  বন্দুক এল তা এখনও স্পষ্ট নয়। আদালতে হাজির করালে  বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।