• facebook
  • twitter
Friday, 18 October, 2024

পান্নু হত্যায় অভিযুক্ত ভারতীয়কে গ্রেফতার করল আমেরিকা

ওয়াশিংটন, ১৭ জুন-– খলিস্তানি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ভারতীয়কে হাতে পেল আমেরিকা৷ খলিস্তান আন্দোলনের অন্যতম সংগঠন মার্কিন নাগরিক পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ধৃত ৫২ বছরের ভারতীয় নিখিল গুপ্তকে চেক রিপাবলিকের পুলিশ রবিবার মার্কিন ফেডারেল বু্যরো অফ প্রিজনের হাতে নিখিলকে তুলে দিয়েছে৷ এই গ্রেফতারির পরই সোজাসুজি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলে

ওয়াশিংটন, ১৭ জুন-– খলিস্তানি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ভারতীয়কে হাতে পেল আমেরিকা৷ খলিস্তান আন্দোলনের অন্যতম সংগঠন মার্কিন নাগরিক পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ধৃত ৫২ বছরের ভারতীয় নিখিল গুপ্তকে চেক রিপাবলিকের পুলিশ রবিবার মার্কিন ফেডারেল বু্যরো অফ প্রিজনের হাতে নিখিলকে তুলে দিয়েছে৷ এই গ্রেফতারির পরই সোজাসুজি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলে খলিস্তানি নেতা তথা আন্তর্জাতিক সংস্থা শিখস ফর জাস্টিসের প্রধান পান্নুন অভিযোগ করেছেন, নিখিল নিমিত্ত মাত্র৷ আসল অপরাধী নরেন্দ্র মোদির পরামর্শে চালিত ভারতীয় এজেন্সি৷
প্রসঙ্গত, গত বছর জুনে মার্কিন প্রশাসন দাবি করে তাদের দেশের নাগরিক পান্নুনকে হত্যার চেষ্টায় লিপ্ত ছিল নিখিল গুপ্ত৷ তার আসল পরিচয় ভারত সরকার কখনও স্পষ্ট করেনি৷ আমেরিকার অভিযোগ, একজন ভারতীয় অফিসারের পরামর্শ মতো নিখিল পুন্নুনকে হত্যার জন্য সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে যোগাযোগ করেছিল৷ মার্কিন গোয়েন্দারা এই মর্মে তথ্যপ্রমাণ পাওয়ার পর নয়া দিল্লির পাশাপাশি গোটা বিশ্বকেও বিষয়টি জানায়৷