• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

দূর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘার যাত্রীদের শোকবার্তা রাষ্ট্রপতি-মোদির

রেলের ১০ লক্ষ, প্রধানমন্ত্রীর ২ লক্ষ ক্ষতিপূরণ মৃতদের পরিবারকে দিল্লি, ১৭ জুন– বন্দে ভারত থেকে শুরু করে বুলেট ট্রেন, স্বপ্ন ভুরি-ভুরি৷ রেলের ওপর ভর করে দেশকে জেটগতিতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে মোদি সরকার৷ অথচ প্রতিবছর ফিরে ফিরে আসছে ভয়ঙ্কর এক-একটি দুর্ঘটনার ছবি৷ ২০২৩ এর বালাসোর ট্রেন দুর্ঘটনা উস্কে ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল৷ কুরবানির ইদের

রেলের ১০ লক্ষ, প্রধানমন্ত্রীর ২ লক্ষ ক্ষতিপূরণ মৃতদের পরিবারকে
দিল্লি, ১৭ জুন– বন্দে ভারত থেকে শুরু করে বুলেট ট্রেন, স্বপ্ন ভুরি-ভুরি৷ রেলের ওপর ভর করে দেশকে জেটগতিতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে মোদি সরকার৷ অথচ প্রতিবছর ফিরে ফিরে আসছে ভয়ঙ্কর এক-একটি দুর্ঘটনার ছবি৷ ২০২৩ এর বালাসোর ট্রেন দুর্ঘটনা উস্কে ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল৷ কুরবানির ইদের দিন দুর্ঘটনার কবলে মালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ শেষ  পাওয়া খবর পর্যন্ত দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৫, আহত ২০৷ অসমর্থিত সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত এই ঘটনায় ১৫ জনের মৃতু্য হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ মৃতদের মধ্যে মালগাডি়র চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও রয়েছেন বলেই খবর৷ আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে দুপুর সাডে় ১২টার কিছু পর ঘটনাস্থল থেকে ছেডে় দিয়েছে দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ রাতেই সেই ট্রেন শিয়ালদহ পৌঁছবে৷
দুর্ঘটনার পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ৷ ঘটনাস্থলে চলছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, রেলের উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ৷ জানা গিয়েছে, সোমবার সকাল পৌনে নটা নাগাদ রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজবাডি়তে মালগাডি়র চালক ভুল করে সিগন্যাল না বুঝে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে ঢুকে পডে়ন৷ মালগাডি়টি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে৷ তাতেই বেসামাল হয়ে যায় দুরপাল্লার ট্রেনটি৷ পিছনের দুটি কামরা প্রায় দুমডে় মুচডে় যায়৷ মালগাডি়র ইঞ্জিনের উপরে উঠে যায় দুটি কামরা৷ যে এলাকায় দুর্ঘটনাটি ঘটে, সেখান থেকে জনবসতি বেশ কিছুটা দূরে৷ তবে প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান৷
এই ঘটনা জানার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের তাবড় নেতানেত্রীরা শোকবার্তা প্রকাশ করছেন৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর এক্স হেন্ডেলে লেখেন, ‘বাংলায় ট্রেন দুর্ঘটনার খবরে আমি শোকাহত৷ যারা নিজেদের কাছের মানুষ হারিয়েছে তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি৷ যারা আহত তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি৷’
উচ্চপর্যায়ের বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তিনিও ইতিমধ্যে পেঁৗছান দার্জিলিংয়ে৷ দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগেই অবশ্য এক্স হ্যান্ডলে দুঃখপ্রকাশ করেন তিনি৷ ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা৷ তডি়ঘডি় ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি৷
ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ইতিমধ্যেই রেলের তরফে ক্ষতিপূরণ বাবদ মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে৷ পাশাপাশি জানানো হয়েছে, গুরুতর আহতদের দেওয়া হবে ২.৫ লক্ষ টাকা এবং কম আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা৷ একই সঙ্গে, যে জায়গায় হেল্পডেস্ক খোলা হয়েছে এবং তার নম্বর কী, তাও জানিয়েছ রেল কর্তৃপক্ষ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তা দিয়েছেন৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে৷ তবে এই দুর্ঘটনায় আলাদা করে ক্ষতিপূরণ ঘোষণা করল রেল কর্তৃপক্ষ৷