• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পাথরপ্রতিমার কলসদ্বীপ থেকে বাঘে তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে

নিজস্ব সংবাদদাতা, ১৬ জুন: সুন্দরবনের বাঘ তুলে নিয়ে গেল পাথরপ্রতিমার কলসদ্বীপ থেকে ছত্রিশ বছরের মৎস্যজীবী গোপাল মল্লিককে । রবিবার বিকেল পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েও নিখোঁজ গোপাল মল্লিকের সন্ধান মেলেনি । সূত্রের খবর , গত দশ জুন কয়েক জন মৎস্যজীবীর সাথে পাথরপ্রতিমার কলসদ্বীপে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার সত্যদাসপুরের বাসিন্দা গোপাল মল্লিক

নিজস্ব সংবাদদাতা, ১৬ জুন: সুন্দরবনের বাঘ তুলে নিয়ে গেল পাথরপ্রতিমার কলসদ্বীপ থেকে ছত্রিশ বছরের মৎস্যজীবী গোপাল মল্লিককে । রবিবার বিকেল পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েও নিখোঁজ গোপাল মল্লিকের সন্ধান মেলেনি । সূত্রের খবর , গত দশ জুন কয়েক জন মৎস্যজীবীর সাথে পাথরপ্রতিমার কলসদ্বীপে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার সত্যদাসপুরের বাসিন্দা গোপাল মল্লিক । শুক্রবার বিকেলে কাঁকড়া তোলার পর নৌকোর দিকে যাচ্ছিলেন গোপাল । নৌকোতে তখন চলছিল খেতে বসার আয়োজন । হঠাৎই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে মৎস্যজীবী গোপালকে তুলে নিয়ে চলে যায় । সঙ্গীরা বাধা দিলেও বাঘের মুখ থেকে গোপালকে ছাড়িয়ে আনতে পারেনি । শনিবার গ্রামে ফিরে খবর দেয় সকলকে । শনিবার থেকে তল্লাশি চালিয়েও গোপাল মল্লিকের সন্ধান মেলেনি । এলাকার মানুষ উদ্বেগে । কান্নায় ভেঙে পড়েছে পরিবার । জানা গেল , নিখোঁজ মৎস্যজীবী গোপাল মল্লিকের বাড়িতে বৃদ্ধ বাবা মা দুই ছেলে এক মেয়ে স্ত্রী আছে । খোঁজ চলছে বাঘে তুলে নিয়ে যাওয়া গোপাল মল্লিকের।