• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শর্তসাপেক্ষে জামিন পেলেন সন্দেশখালি মামলায় শাহজাহান ঘনিষ্ঠ ফারুক 

নিজস্ব প্রতিনিধি– শনিবার বসিরহাট আদালতে সন্দেশখালি কাণ্ডে প্রথম শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকঞ্জি। গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলা হয়। সেই হামলার ঘটনায় ন্যাজাট থানায় ইডি-র তরফ থেকে একটি এবং ন্যাজাট থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে আরও একটি মামলা নিয়ে মোট দু’টি মামলা রুজু হয়। এরপর হাইকোর্টের নির্দেশে কেস

নিজস্ব প্রতিনিধি– শনিবার বসিরহাট আদালতে সন্দেশখালি কাণ্ডে প্রথম শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত শেখ শাজাহান ঘনিষ্ঠ ফারুক আকঞ্জি। গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলা হয়। সেই হামলার ঘটনায় ন্যাজাট থানায় ইডি-র তরফ থেকে একটি এবং ন্যাজাট থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে আরও একটি মামলা নিয়ে মোট দু’টি মামলা রুজু হয়। এরপর হাইকোর্টের নির্দেশে কেস হস্তান্তর হয় সিবিআই-এর হাতে। গত ২৭ মে সিবিআই-এর পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিটে শেখ শাজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মো: সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও সিরাজ উদ্দিন সহ ৭ জনের নাম থাকে।

এদিন ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তাঁর জামিনের আবেদন করেন। কিন্তু জামিনের বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী। যদিও সমস্ত সওয়াল জবাব শেষে ৫ হাজার টাকার ব্যক্তিহত বন্ডে ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করে আদালত। তবে কয়েকটি শর্ত সাপেক্ষে এই জামিন দেওয়া হয়। সেই শর্তগুলির মধ্যে সন্দেশখালি এলাকায় ঢোকার ক্ষেত্রে থাকছে কিছু নিষেধাজ্ঞা। একইসঙ্গে সপ্তাহে দু’দিন সিবিআই-এর দফতরে হাজিরও হতে হবে ফারুককে। কোন ঠিকানায় বর্তমানে তিনি থাকছেন, তা সিবিআই-কে জানাতে হবে। এই শর্তবলী দিয়েই শেষ পর্যন্ত ফারুকের জামিন মঞ্জুর করে বসিরহাট আদালত।