দিল্লি, ১৫ জুন– আর মাত্র কয়েকটা বছরেই চিন, জাপানকে টেক্কা দিতে চলেছে ভারত৷ বুলুট ট্রেনের গতিতে ভর করে এগিয়ে যেতে চাইছে ভারত৷ ট্রেন চলাচলের জন্য ইতিমধ্যেই জমি অধিগ্রহণ শেষ হয়ে গিয়েছে৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘বুলেট ট্রেনের ট্রাক বা লাইন পাতার কাজ চলছে৷ আগামী ২০২৬ সালের মধ্যেই দেশে ছুটবে বুলেট ট্রেন৷’
বুলেট নিয়ে আরও নতুন খবরও আছে৷ ট্রেনে যাত্রী সুরক্ষা-সুবিধা ও সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেয় ভারতীয় রেল৷ বুলেট ট্রেনও যাতে সুরক্ষিতভাবে চলতে পারে, তার জন্য তৈরি করা হয়েছে অটোমেটেড রেইনফল মনিটরিং সিস্টেম৷ রেলমন্ত্রী অশ্বিনী কুমার শুক্রবারই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানান৷ রেলমন্ত্রী জানিয়েছেন, এই সিস্টেমে রেইনগজ ব্যবহার করা হয়েছে৷ এর মাধ্যমে বৃষ্টিপাতের প্রতি মুহূর্তের তথ্য পাওয়া যাবে৷ রয়েছে অ্যাডভান্সড ইন্সট্রুমেনটেশন সিস্টেমও৷ যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তবে সেই অনুযায়ী বুলেট ট্রেনের গতি কমানো হবে৷ থাকবে ট্রাক মেইনটেন্যান্স সেন্টারও৷বুলেট ট্রেনের গতি-প্রসঙ্গত, আগামী ২০২৬ সালের মধ্যেই ভারতে বুলেট ট্রেন চালু হওয়ার কথা৷ জাপানের সঙ্গে চুক্তি করে বুলেট ট্রেনের কাজ চলছে৷ প্রথম বুলেট ট্রেনটি মুম্বই-আহমেদাবাদ রুটে চলবে৷ ৫০৮ কিলোমিটার দূরত্বের ওই রুটে বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩২০ কিলোমিটার/প্রতি ঘণ্টায়৷ যাত্রাপথে মোট ১২টি স্টেশন থাকবে৷