নিজস্ব সংবাদদাতা, ১৫ জুন: আজ, শনিবার সকাল সাতটা নাগাদ মহেশতলা পুরসভার ১১ নং ওয়ার্ডের গোপালপুর সরকার পাড়ায় একটি আবাসনের ঘরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক সকাল ৭টা নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন। সেই সময় ফের বিস্ফোরণ ঘটে।
সূত্রের খবর, চারতলা আবাসনের যে ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল, সেই ফ্ল্যাটের মালিক সহ ৫ জন জখম হন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের অনেকাংশই ঝলসে গিয়েছে। জখমদের বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল পৌরপিতা। আগুন নেভানোর কাজে লাগে দমকলের তিনটি ইঞ্জিন। এলাকায় গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন সিইএসসির কর্মীরা।
দমকলের আধিকারিকগণ বিস্ফোরণ হওয়া সিলিন্ডার উদ্ধার করেছেন। ঘিঞ্জি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটায় আগুন নেভাতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ভেঙে পড়া ছাড়াও আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচও ভেঙে যায়। কী কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।