• facebook
  • twitter
Monday, 25 November, 2024

শেয়ার দূর্নীতির অকাট্য প্রমাণ নিয়ে সেবির দ্বারস্থ তৃণমূল

আমন্ত্রণ আঞ্চলিক শরিকদের, ব্রাত্য কংগ্রেস দিল্লি, ১৫ জুন– লোকসভা ভোটের আগে ও পরে ফল নিয়ে শেয়ার বাজারে যে উত্থান-পতন দেখা দিয়েছিল তা নিয়ে বিরোধীরা প্রথম থেকেই দূর্নীতির অভিযোগ তুলে আসছে৷ বিশেষ করে কংগ্রেসের রাহুল গান্ধি তো এই দুর্নীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলে সিবিআই তদন্তের দাবি পর্যন্ত তুলে ফেলেন৷ তবে এই দুর্নীতি

আমন্ত্রণ আঞ্চলিক শরিকদের, ব্রাত্য কংগ্রেস
দিল্লি, ১৫ জুন– লোকসভা ভোটের আগে ও পরে ফল নিয়ে শেয়ার বাজারে যে উত্থান-পতন দেখা দিয়েছিল তা নিয়ে বিরোধীরা প্রথম থেকেই দূর্নীতির অভিযোগ তুলে আসছে৷ বিশেষ করে কংগ্রেসের রাহুল গান্ধি তো এই দুর্নীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলে সিবিআই তদন্তের দাবি পর্যন্ত তুলে ফেলেন৷ তবে এই দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেসও৷ শেয়ার বাজার দুর্নীতি নিয়ে এবার সেবির দ্বারস্থ তৃণমূল কংগ্রেস৷ আগামী মঙ্গলবার সেবির ডিরেক্টর জি রামমোহন রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে৷ তবে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে এই কেলেঙ্কারির বিরুদ্ধে সরব হতে এবার অন্যান্য রাজনৈতিক দলগুলিকে আহ্বান করল৷ সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সেবির দপ্তরে যাওয়ার জন্য উদ্ধব ঠাকরের শিব সেনা এবং শরদ পওয়ারের এনসিপিকেও তাদের পাশে থাকার আবেদন করেছে৷ তবে এই আন্দোলনে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসকে বাদই রেখেছে এরাজ্যের শাসক দল৷
তৃণমূলের অভিযোগ, এক্সিট পোলের মাধ্যমে শেয়ার বাজার প্রভাবিত করার যে চেষ্টা হয়েছে, তার অকাট প্রমাণ তাঁদের হাতে রয়েছে৷ উদাহরণ হিসাবে তৃণমূল বলছে, বিখ্যাত সংস্থা অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় বাংলার এক্সিট পোলে ভ্রান্তির পরিমাণ প্রায় ১৫০ শতাংশ৷ যা কোনও স্বীকৃতি সংস্থার দ্বারাই করা সম্ভব নয়৷ তাছাড়া এই এক্সিট পোল সংস্থাগুলি বিভিন্ন কর্পোরেট সংস্থার হয়েও সমীক্ষা করে, সেটা সরাসরি স্বার্থের সংঘাত৷ এই ইসু্যগুলিই সেবির সামনে তুলে ধরতে চায় তৃণমূল৷
তৃণমূল সূত্রের খবর, তাঁদের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেবির দপ্তরে যেতে চায়৷ ওই প্রতিনিধি দলে থাকবেন দলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপদলনেত্রী সাগরিকা ঘোষ, দলের রাজ্যসভার আরেক সাংসদ সাকেত গোখলে এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল৷ যদিও আদৌ এই সাক্ষাৎ হবে কিনা, সেটা নির্ভর করছে সেবি কর্তাদের সদিচ্ছার উপরই৷ তবে ইতিমধ্যেই জানা গিয়েছে, মঙ্গলবার সেবির ডিরেক্টর জি রাম মোহন রাও তাঁদের সময় দিতে রাজি হননি৷ সেক্ষেত্রে বিকল্প কোনও শীর্ষ আধিকারিককেই নিজেদের দাবি জানিয়ে আসতে চান তৃণমূল সাংসদরা৷ ওই প্রতিনিধি দলে থাকতে পারেন এনসিপি শরদ পওয়ার এবং শিব সেনা উদ্ধব ঠাকরের প্রতিনিধিরা৷
উল্লেখ্য, এক্সিট পোলের পর শেয়ার বাজার দেখা দিয়েছিল আকাশ ছোঁয়া উত্থান৷ কিন্তু ভোটের ফলঘোষণা শুরু হতেই ১৫ মিনিটেই উবে যায় ৩১ লক্ষ কোটি টাকা৷ এই নিয়ে কংগ্রেস প্রথম অভিযোগটি করেছিল৷ রাহুল গান্ধি দাবি করেছিলেন, ‘এটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার বাজার দুর্নীতি৷’ রাহুলের সেই অভিযোগ পরে ইন্ডিয়া জোটের এজেন্ডা হয়ে দাঁড়ায়৷ আপাতত কংগ্রেসের তোলা সেই ইসু্য ‘হাইজ্যাক’ করে নিয়েছে তৃণমূল৷ দিল্লিতে তৎপরতা বাড়াচ্ছে এরাজ্যের শাসকদল৷ সেই সঙ্গে বাড়ছে আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টাও৷ তাৎপর্যপূর্ণ ভাবে পুরোটাই হচ্ছে কংগ্রেসকে আড়ালে রেখে৷