দিল্লি, ১৫ জুন– লোকসভা ভোটে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপি শিবিরের৷ ধোপে টেকেনি প্রধানমন্ত্রী ৩৩ আসনের দাবি৷ যদিও বাংলায় সন্ত্রাস কবলিত ভোট হয়েছে বলেই নিজেদের লোকসান মেটাতে চেয়েছে বিজেপি শিবির৷ আবার ভোটের পররাজ্যে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে আগেই নিজেদের দূর্বলতা ঢাকতে চেয়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব৷ রাজ্যের বিজেপি নেতাদের সেই অভিযোগের সত্যতা যাচাইয়ে এবার সেই সন্ত্রাস কবলিত এলাকা পর্যবেক্ষণে কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব৷
রাজ্যে কবে এই দল আসছে তা না জানালেও দলটি ত্রিপুরার সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে গঠন করা হয়েছে বলে জানিয়েছেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ তিনি আরও জানান, বিপ্লব দেবের নেতৃত্বাধীনক কমিটিতে রয়েছেন বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদার৷ শীঘ্রই ওই প্রতিনিধি দল বঙ্গ সফরে আসছেন৷ ‘সন্ত্রাস কবলিত’ বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন৷ কথা বলবেন আক্রান্তদের সঙ্গে৷ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও তারা বৈঠক করবেন৷ সাক্ষাৎ করতে পারেন রাজ্যপালের সঙ্গেও৷ ফিরে গিয়ে ওই কমিটি রিপোর্ট দেবে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে৷
যদিও পুলিশ প্রশাসন সূত্রে খবর, এবার বঙ্গের লোকসভা নির্বাচনে তেমন বড় কোনও অশান্তি হয়নি৷ একথায় শিলামোহর দিয়েছে খোদ মুখ্য নির্বাচন কমিশনও৷ সপ্তম দফার ভোটপর্ব শেষে সে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন বঙ্গের ভোট মোটামুটি শান্তিতেই মিটেছে৷ তবে ভোটের ফলাফল প্রকাশের পর অশান্তির আশঙ্কা করেন৷ তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়৷ অন্যদিকে, এক বিবৃতিতে বিজেপির তরফে দাবি করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে৷ কিন্ত্ত বাংলা ছাড়া আর কোথাও ভোট পরবর্তী হিংসার খবর নেই৷ বাংলায় যখন বিরোধী দলের কর্মীদের উপর নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক৷
বিজেপির দাবি, ভোট শেষের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গিয়েছে৷ জখম হয়েছেন বহু বিজেপি কর্মী-সমর্থক৷ গেরুয়া শিবিরের বেশ কয়েকজন ঘরছাড়া বলেও অভিযোগ৷
ইতিমধ্যেই এই তথাকথিত হিংসা নিয়ে আদালতে গিয়েছেন একাধিক বিজেপি নেতা৷ এমনকী ‘আক্রান্ত’দের নিয়ে রাজভবনে যাওয়ার উদ্যোগ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আলাদা কমিটি গড়েছে৷